আমেরিকার শুল্ক নীতিতে ক্ষোভ! নাগপুরের মারবাট উৎসবে ট্রাম্পের কুশপুতুল বানিয়ে প্রতিবাদ

নাগপুরের শতাব্দীপ্রাচীন মারবাট উৎসবে এবার নজর কাড়ল এক বিশাল আকৃতির ডোনাল্ড ট্রাম্পের কুশপুতুল। শনিবারের এই ঐতিহ্যবাহী শোভাযাত্রায় স্থানীয়রা আমেরিকার ভারতীয় পণ্যের উপর অতিরিক্ত শুল্ক আরোপের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন।

মাটি ও খড় দিয়ে তৈরি ট্রাম্পের এই বিশাল মূর্তি ছিল শোভাযাত্রার কেন্দ্রবিন্দু। তার পাশে ছিল একাধিক প্রতিবাদী প্ল্যাকার্ড, যেখানে লেখা ছিল— “ভারতকে ভয় দেখাতে গিয়ে নিজেরাই ভারতের শক্তি দেখে অবাক!”, “আমাদের পণ্যে শুল্ক চাপিয়ে নিজেদের ব্যবসাই ডুবাবে”, এবং “আমেরিকান কাকা ভারতকে রুখতে চায়, অথচ নিজেই রাশিয়ান পণ্য নেয়!”

নাগপুরে প্রতি বছর পোলার দ্বিতীয় দিনে পালিত হয় মারবাট উৎসব। ১৯ শতকে শুরু হওয়া এই উৎসব মূলত সমাজের কুপ্রথা ও অশুভ শক্তিকে প্রতীকীভাবে দূর করার উদ্দেশ্যে শুরু হয়েছিল। সময়ের সঙ্গে সঙ্গে এটি হয়ে উঠেছে রাজনৈতিক ও সামাজিক প্রতিবাদের এক অভিনব মঞ্চ।

এই বছরের ট্রাম্প কুশপুতুল মূলত আমেরিকার সাম্প্রতিক শুল্ক নীতির বিরুদ্ধে জনমতের প্রতিফলন। গত ৬ আগস্ট প্রেসিডেন্ট ট্রাম্প একটি নির্বাহী আদেশে ভারতীয় পণ্যের উপর অতিরিক্ত ২৫% শুল্ক আরোপ করেন, যার ফলে মোট শুল্ক দাঁড়ায় ৫০%।

যুক্তরাষ্ট্রের দাবি, ভারত রাশিয়া থেকে তেল আমদানি অব্যাহত রাখায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রথম ধাপে শুল্ক ইতিমধ্যেই কার্যকর হয়েছে, দ্বিতীয় ধাপ শুরু হবে ২৭ আগস্ট থেকে। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে ভারতীয় রপ্তানি শিল্প।

About The Author