ইরানে ‘শাসক পরিবর্তন’ চান না ট্রাম্প, ইসরায়েলকে ঘরে ফিরতে আদেশ

ইরানে সরকার পরিবর্তন চান না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নেদারল্যান্ডসে ন্যাটো সম্মেলনে যাওয়ার সময় এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের এমনটি জানান তিনি।

ইরানে সরকার পরিবর্তন চান কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, না। আমি এটা চাই না। আমি চাই যত দ্রুত সম্ভব সবকিছু শান্ত হয়ে আসুক।

তিনি বলেন, সরকার পরিবর্তন নৈরাজ্যের দিকে নিয়ে যায় এবং আদর্শিকভাবে আমরা আর নৈরাজ্য দেখতে চাই না। এদিকে যুদ্ধবিরতির পর ইসরায়েল ও ইরান, দুই তরফেই পদক্ষেপ হওয়াতে তিনি খুশি নন তা স্পষ্টভাবেই জানিয়ে দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প।

তিনি নিজের ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে ইসরায়েলকে একটি সতর্কবার্তা দিয়েছেন। ট্রাম্প লিখেছেন, ইসরায়েল যেন আর বোমা না ফেলে। পাইলটদের ঘরে ফেরাক তাঁরা। অন্যথ করলে যুদ্ধ বিরতি লঙ্ঘন করা হবে।

১৩ জুন প্রথমে ইরানে পারমাণবিক ও সামরিক স্থাপনায় হামলা চালায় ইসরায়েল। পরে ইরান ইসরায়েলে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে জবাব দেয়। সেই থেকে দুই দেশের মধ্যে একে অপরের বিরুদ্ধে হামলা চলছিল।

শেষে মার্কিন যুক্তরাষ্ট্রও ইরানের তিনটি পারমাণবিক স্থাপনা কেন্দ্রে হামলা চালায়। সবশেষ সোমবার কাতারের মার্কিন ঘাঁটিতে পাল্টা মিসাইল ছোড়ে ইরান। পরে রাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান ও ইসরায়েল যুদ্ধবিরতির ঘোষণা করে দেন।

About The Author