ভারত ও পাকিস্তানের সাম্প্রতিক সংঘর্ষে অন্তত চার বা পাঁচটি যুদ্ধবিমান ধ্বংস হয়েছিল। তাঁর কথায়, ‘‘উড়ন্ত বিমানকে গুলি করে নামানো হয়েছিল, সম্ভবত পাঁচটি জেট ধ্বংস হয়েছে’, ভারত-পাক সংঘাত নিয়ে ফের ‘নতুন কথা’ ট্রাম্পের মুখে।
এই মন্তব্য তিনি করেছেন একটি নৈশভোজ অনুষ্ঠানে, যেখানে উপস্থিত ছিলেন রিপাবলিকান পার্টির সেনেটর এবং প্রতিনিধি পরিষদের সদস্যরা। ট্রাম্প আরও বলেন, ‘‘আমরা অনেক যুদ্ধ থামিয়েছি, যার মধ্যে ভারত-পাকিস্তান সংঘর্ষ ছিল সবচেয়ে গুরুতর। এটা ছিল এক নতুন ধরনের যুদ্ধ।’’
প্রসঙ্গত, গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পরে ভারত পাকিস্তানের বিরুদ্ধে নানা পদক্ষেপ নেয়। এর অংশ হিসেবে ৬ মে রাতে চালানো হয় ‘অপারেশন সিঁদুর’, যেখানে ভারতীয় বাহিনী পাকিস্তানে ঢুকে একাধিক জঙ্গিঘাঁটি ধ্বংস করে।
এর পর পাকিস্তানও পাল্টা হামলা চালায় এবং দুই দেশের মধ্যে ৭-১০ মে চার দিন ব্যাপী সংঘর্ষ চলে। ১০ মে, সামরিক আলোচনা শেষে, ভারত ও পাকিস্তান সংঘর্ষবিরতিতে সম্মত হয়।
যদিও পাকিস্তান ট্রাম্পের মধ্যস্থতাকারী ভূমিকা স্বীকার করেছে, নয়াদিল্লি তাঁর দাবি মানেনি। পাকিস্তানের দাবি অনুযায়ী, সংঘর্ষে পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান ধ্বংস হয়েছে। ভারতীয় সেনা প্রধান জেনারেল অনিল চৌহান জানিয়েছেন, অপারেশন সিঁদুরে ভারতের যুদ্ধবিমান ধ্বংস হয়েছে, কিন্তু নির্দিষ্ট সংখ্যা উল্লেখ করেননি।