ভারতের কাছে প্রচুর টাকা রয়েছে তাছাড়া ভারত আমাদের থেকে অনেক বেশি কর নেয়, তাই তাদের এত টাকা দেওয়ার কোনও দরকার নেই, এই বলে ১৮২ কোটি টাকার অনুদান বাতিল করে দিলেন ট্রাম্প।
সম্প্রতি, দুদিনের মার্কিন সফরে গিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার সঙ্গে বরাবরের মতোই যথাযোগ্য সম্মান দিয়ে অতিথি সরকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু তাতে তার ব্যবসায়ী অর্থনীতি বা কর সংক্রান্ত নীতিতে কোনও পরিবর্তন লক্ষ্য করা গেল না। উল্টে বাড়তি নিয়ম প্রযোজ্য হলো ভারতের জন্য।
জানা গেল, ভারতকে ১৮২ টাকা কোটি টাকার অনুদান দিত আমেরিকা। মূলত সাধারণ জনগণকে ভোটমুখী করার জন্য উন্নয়নশীল দেশ হিসাবে ভারতকে এই অনুদান দিত উন্নত দেশ আমেরিকা। তবে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট এর ক্ষমতায় আসীন হয়েই সেই অনুদান বাতিল করে দিলেন।
ট্রাম্পের যুক্তি, ভারতের কাছে এমনিতেই প্রচুর টাকা রয়েছে। তাছাড়া আমেরিকার থেকেও তারা অত্যধিক হারে কর নেয়। সেই কারণে তাদের এই বিপুল পরিমাণ টাকার কোনও দরকার রয়েছে বলে আমি মনে করি না।
প্রসঙ্গত উল্লেখ্য, সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট বিভিন্ন দেশে পারস্পরিক কর লাগু করার কথা বলেছেন। অর্থাৎ যে দেশ আমেরিকার কাছে যত টাকা কর হিসেবে নেবে ঠিক ততটাই পরিমাণ কর ওই দেশটির থেকেও নেবে আমেরিকা।
কদিন আগে মার্কিন সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কিন্তু তারপরও ভারতের প্রতি বাড়তি বিগলন দেখালেন না ট্রাম্প।

