‘আমি সব সময়ই মোদীর বন্ধু’, শুল্ক যুদ্ধের পর ট্রাম্পের ইউ-টার্ন! উত্তর দিলেন মোদীও

শুল্ক নীতিতে তীব্র মতবিরোধের আবহে ট্রাম্পের মুখে ফের নতুন কথা। এবার বললেন, “আমি সব সময়ই মোদীর বন্ধু।” এই মন্তব্যের পরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তরফেও ‘ইতিবাচক প্রতিদান’-এর বার্তা! এই নিয়ে কূটনৈতিক মহলে নতুন সম্ভাবনার ইঙ্গিত বলেই মনে করা হচ্ছে।

(3) Narendra Modi on X: “Deeply appreciate and fully reciprocate President Trump’s sentiments and positive assessment of our ties. India and the US have a very positive and forward-looking Comprehensive and Global Strategic Partnership. @realDonaldTrump @POTUS” / X

গত কয়েক মাসে ভারত-আমেরিকা বাণিজ্যিক সম্পর্কের টানাপোড়েন চরমে পৌঁছেছিল। ট্রাম্প প্রশাসনের শুল্ক নীতির কারণে ভারতীয় পণ্যের উপর চাপ বাড়ে, যার জেরে দুই দেশের মধ্যে উত্তেজনা তৈরি হয়। তবে ট্রাম্পের এই ‘বন্ধুত্বের বার্তা’কে অনেকেই কূটনৈতিক ইউ-টার্ন হিসেবে দেখছেন।

বিশ্লেষকদের মতে, এই বার্তা শুধু ব্যক্তিগত সম্পর্কের পুনর্গঠনের ইঙ্গিত নয়, বরং ভবিষ্যতের বাণিজ্য ও কৌশলগত সহযোগিতার পথও খুলে দিতে পারে। মোদীর ‘ইতিবাচক প্রতিদান’-এর বার্তা সেই সম্ভাবনাকেই জোরদার করছে।

About The Author