চুল ছেড়ে নৃত্য করে ট্রাম্পকে স্বাগত জানাল সংযুক্ত আরব আমিরশাহি মহিলারা, নেপথ্যে বিশেষ রীতি?

দুই সারিতে পরপর দাঁড়িয়ে রয়েছেন মহিলারা। তাঁদের পরনে সাদা গাউন, আর কোমর পর্যন্ত ঝুলছে লম্বা চুল। চুল দুলছে, সুর আর ড্রামের তালে তালে। এই আবহেই প্রবেশ করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

চুল ছড়িয়ে নাচতে থাকা মহিলাদের মাঝখান দিয়ে হেঁটে এগোলেন তিনি। সংযুক্ত আরব আমিরশাহির এই ভিডিও ব্যাপক ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। ট্রাম্পের জন্য নয়, সবারইই নজর কেড়েছে এই অদ্ভুত স্বাগত ভঙ্গি। এমন অদ্ভুতুরে স্বাগত ভঙ্গি একবার মোদীর সাম্নেও প্রস্তুত করেছিলেন সাউথ আফ্রিকার সরকার।

যাইহোক, সম্প্রতি মধ্য প্রাচ্যে এসেছিলেন ট্রাম্প। সংযুক্ত আরব আমিরশাহিতেই ট্রাম্পকে স্বাগত জানাতে এই বিশেষ নৃত্যরীতির ব্যবহার করা হয়। এর নাম আল-আইয়ালা। এটি সংযুক্ত আরব আমিরশাহি আর ওমানের প্রাচীন ঐতিহ্য। বিয়েবাড়ি, উৎসব বা রাষ্ট্রীয় অনুষ্ঠানে এই নাচ পরিবেশন করা হয়। ছোট-বড়, নারী-পুরুষ—সবাই অংশ নিতে পারেন। সম্প্রতি ট্রাম্প যখন সংযুক্ত আরব আমিরশাহি সফরে যান, তখন কাসর আল ওয়াতান প্রেসিডেন্সিয়াল প্যালেসে তাঁকে স্বাগত জানানো হয় এই ঐতিহ্যবাহী আল-আইয়ালা নাচের মাধ্যমে।

About The Author