Rajganj: পাথর বোঝাই ট্রাক আটক, গ্রেপ্তার ২

অবৈধ পাথর বোঝাই ট্রাক আটক করল রাজগঞ্জ থানার পুলিশ। সোমবার রাতে শিলিগুড়ি-জলপাইগুড়ি জাতীয় সড়কে ফাটাপুকুর এলাকা থেকে ট্রাক দুটি আটক করা হয়। এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতরা হল দক্ষিণ দিনাজপুর জেলার তপন থানা এলাকার বাসিন্দা নারায়ণ চক্রবর্তী (৪৮) ও কিশনগঞ্জ এলাকার বাসিন্দা মহম্মদ আদুত (২৫)।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে রাজগঞ্জ থানার পুলিশ শিলিগুড়ি-জলপাইগুড়ি সড়কে ফাটাপুকুর এলাকায় টহল দেওয়ার সময় দেখতে পায় পাথর বোঝাই ট্রাক দুটি শিলিগুড়ির দিকে যাচ্ছে। ট্রাক দুটিকে আটক করে পুলিশ। বৈধ কাগজ দেখাতে না পারায় ট্রাকের দুই চালককে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার ধৃতদের জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ।


About The Author