ফারাক্কা ব্যারেজে পণ্যবাহী লরিতে আগুন, বন্ধ যোগাযোগ

ফারাক্কা ব্যারেজের ওপর আচমকাই একটি পণ্যবোঝাই লরিতে আগুন লাগল। বুধবার এই ঘটনার জেরে উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের যোগাযোগ বন্ধ হয়ে যায়। ব্যাহত হয় রেল যোগাযোগ।

জানা গিয়েছে ফারাক্কা ব্যারেজে ৪৮ নং গেটের সামনে পন্যবোঝাই লরিতে বিধ্বংসী আগুন লাগার ঘটনা ঘটে। রাস্তায় গাড়ির লাইন পড়ে। ব্যাপক আতঙ্ক ছড়ায় চালকদের মধ্যে। যদিও পণ্যবাহী লরিতে আগুন লাগার কারণ সম্পর্কে স্পষ্ট কিছু জানা যায়নি। বেশ কয়েক ঘণ্টা উত্তরবঙ্গের সাথে দক্ষিণ বঙ্গের যোগাযোগ বিঘ্নিত হয়।

এই ঘটনার পর আবারও ফারাক্কা ব্যারেজের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেয় দমকল, পুলিশ এবং সিআইএসএফ জওয়ানেরা।

About The Author