তৃণমূলের শত্রু তৃণমূলই! বিজয়া সম্মিলনির মঞ্চে আত্মসমালোচনায় অনুব্রত-সহ নেতারা

সিউড়ি: রাজ্যে বিধানসভা নির্বাচন আর এক বছরের অপেক্ষা। তার আগেই সিউড়ি শহরের বিজয়া সম্মিলনির মঞ্চে তৃণমূল কংগ্রেসের নেতারা মুখ খুললেন দলের অভ্যন্তরীণ কোন্দল নিয়ে।

শনিবার সন্ধ্যায় আয়োজিত এই অনুষ্ঠানে জেলা তৃণমূলের কোর কমিটির আহ্বায়ক অনুব্রত মণ্ডল, মন্ত্রী চন্দ্রনাথ সিংহ, বিধায়ক বিকাশ রায় চৌধুরী, সহ-সভাপতি মলয় মুখোপাধ্যায়, মুখপাত্র সুদীপ রাহা সহ একাধিক নেতা উপস্থিত ছিলেন।

মলয় মুখোপাধ্যায় বলেন, “আমাদের শত্রু বিজেপি নয়, সিপিএম নেই, কংগ্রেস নেই—আমরা নিজেরাই নিজেদের শত্রু।” তিনি অভিযোগ করেন, একাধিক নেতা নিজেদের প্রভাব খাটাতে গিয়ে দলকেই দুর্বল করছেন। সুদীপ্ত ঘোষ বলেন, “আমরা কাঁকড়ার জাত হয়ে গেছি—ভালো নেতৃত্বকে টেনে নামানোর প্রবণতা বাড়ছে।”

এই মন্তব্যগুলিতে সিলমোহর দেন অনুব্রত মণ্ডল নিজেই। তিনি বলেন, “তৃণমূলের শত্রু তৃণমূলই। তিনটা ছাগল থাকলে মারামারি করে, কিন্তু দুধ পায় না।” যদিও তাঁর এই মন্তব্য কাকে উদ্দেশ্য করে, তা স্পষ্ট করেননি।

About The Author