সাইকেল চালিয়ে গোটা দেশ ঘুরছেন কলকাতার এক যুবক। পরিচয় দেন ট্র্যাভেলর অনিমেষ বলে। প্রায় দেড় বছর ধরে একটি সাধারণ সাইকেলের প্যাডেল ঠেলে পুরো দেশের চক্কর দিয়ে চলেছে সে। ইতিমধ্যেই দক্ষিণ-পশ্চিম ভারত ঘুরে উত্তর ভ্রমণ সেরে এবারে বাকি রয়েছে পূর্বের রাজ্যগুলি।
চলার পথে কোথাও হোটেলে কাজ করে নয়ত কোথাও রাস্তা নির্মাণের কাজ করে পেট ভরার জন্য অর্থ জোগাড় করতে হয়েছে। তবুও ছেড়ে দেবার পাত্র নয় যুবক। সেখান থেকে কিছু পয়সা জোগাড় করে এবারে পূর্ব রাজ্যগুলো ঘুরে বাড়ি ফেরার অপেক্ষায় ট্র্যাভেলর অনিমেষ।
কলকাতার শ্যামপুরের বাসিন্দা অনিমেষ মাজী (২৫) গত বছর অর্থাৎ ২০২১-এর অক্টোবরে সাইকেল নিয়েই দেশ ঘুরতে বেড়িয়ে পরে। অনিমেষ জানিয়েছে, ছোট থেকেই দেশভ্রমণের স্বপ্ন তাড়া করে বেরিয়েছে তাঁকে। তবে বড় হওয়ার সঙ্গে সঙ্গে সংসারের বাস্তব দিকও ধরা পরে যায় চোখের সামনে। শেষ অবধি সব বাধাকে বেমালুম ভুলে গিয়ে ঘরের একখানা সাইকেল নিয়েই দেশ ঘুরতে বেড়িয়ে পড়েছে অনিমেষ।
অনিমেষ জানাল, তাঁর বাবা তিলক মাজী সামান্য চায়ের দোকান চালিয়ে সংসার চালান। পরিবারে তাঁর বাবা মা এবং এক বোন রয়েছে। ছোট থেকেই দেশ ভ্রমণের স্বপ্ন দেখে সে। তবে পরিবারের অর্থিক অবস্থা সেই স্বপ্নে বাধা হয়ে দাঁড়ায়। এদিকে করোনা কালে উচ্চ মাধ্যমিক অবধি পড়ে আর পড়াশোনা হয়নি তার। বাবা চায়ের দোকান করেন, কিছুদিন বাবার সঙ্গে দোকান সামলে দেশভ্রমনের অন্য বুদ্ধি বের করে সে।
দেশ ঘোরার টাকা না নেই তো কি হয়েছে, ঘরের একটি সাধারণ সাইকেল নিয়েই দেশ ঘুরতে বেড়িয়ে পড়ে সে। কলকাতা থেকে ওড়িশা, অন্ধ্রপ্রদেশ হয়ে দক্ষিণের রাজ্য ঘুরে উত্তরে পা বাড়ায়। খাবার জন্য অর্থ জোগাড় করতে কোনও হোটেল বা চায়ের দোকানে কাজ করতে হয়েছে অনিমেষকে। সেখানে ক’দিন থেকে তারপর মহারাষ্ট্র, গুজরাট হয়ে উত্তরে। উত্তরপ্রদেশে এসে আবারও পথে রাস্তা নির্মাণের কাজে হাত লাগায়। সেই পারিশ্রমিকে এবার তার যাত্রা পূর্বের বাকি রাজ্যগুলোতে।
সোমবার দুপুরে জলপাইগুড়িতে প্রবেশ করে অনিমেষ। যাত্রা শুরুর পর থেকেই সামাজিক মাধ্যমের হাত ধরে দেশজুড়ে ভ্রমণের ছবি বার্তা শেয়ার করেছে সে। ফলে বেশ কিছু অনুরাগীর সঙ্গে যোগাযোগ হয়েছে তার। এদিন জলপাইগুড়ি ঢোকার মুখে রাজগঞ্জ এলাকায় কয়েকজনের সঙ্গে দেখা করে অনিমেষ। সেখান থেকে বেড়িয়ে পরে পূর্বের যাত্রায়।
দেশ ঘুরে ইতিমধ্যেই নানা শহরের ঐতিহাসিক বা দর্শনীয় স্থান দেখে ফেলেছে অনিমেষ। দেশভ্রমনের আপডেট মাঝে মধ্যেই নিজের সামাজিক মাধ্যমের হ্যান্ডেলে শেয়ার করে জনপ্রিয়তা পেয়েছে সে। সামাজিক মাধ্যমের হাত ধরে অনেকেই তাঁর সঙ্গে দেখা করছেন। নতুন জায়গায় গিয়ে তাদের দৌলতে নতুন পথে চলতে একটু হলেও সুবিধে হচ্ছে অনিমেষের।