মহাবিপর্যয়! ট্রেন দুর্ঘটনার বলি ২৮৮, আহত ১০০০-র কাছাকাছি

ওড়িশার বালেশ্বরে ট্রেন দুর্ঘটনায় হতাহতের সংখ্যা ক্রমশ বাড়ছে। শনিবার দুপুরের আপডেট অনুযায়ী, এই দুর্ঘটনায় মারা গিয়েছেন ২৮৮ জন। আহতের সংখ্যা ৮০৩। যাদের মধ্যে ৫৬ জনের অবস্থা গুরুতর।

ইতিমধ্যেই হতাহতের পরিবারবর্গকে আর্থিক সাহায্য করার কথা জানানো হয়েছে রাজ্য-কেন্দ্রের তরফে। এমনকি মমতা বন্দ্যোপাধ্যায়ও বাংলা থেকে বিপর্যয়ের শিকার প্রত্যেককে ৫ লক্ষ করে ক্ষতিপূরণ দেবেন বলে জানালেন।  

এদিন ঘটনাস্থলে এলেন প্রধানমন্ত্রী মোদী, তাঁর আগে এসেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুজনেই গ্রাউন্ড জিরো খতিয়ে দেখেছেন। ঘটনাস্থলে দাড়িয়ে রেলের কিছু ত্রুটির কথা বলেছেন দুই প্রমুখই। ঘতনাস্থল দেখে মোদী চলে যান হাসপাতালে আহতদের দেখতে। তারপর তিনি ক্যামেরার সামনে দাড়িয়ে বলেন, কারন খতিয়ে দেখা হবে। হতাহতের পরিবারের প্রতি দুঃখপ্রকাশ করেন।

এদিকে, বাংলার মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন রেল মন্ত্রী অশ্বিনি যাদব। তাঁর  সামনে দাড়িয়েই কিছু ত্রুটির কথা বলেন মমতা। প্রসঙ্গত, রেলমন্ত্রী সকালেই ঘটনাস্থলে চলে আসেন। সেখানে আসেন ওড়িশার মুখ্যমন্ত্রীও।