একসঙ্গে ৩টি ট্রেন দুর্ঘটনা! মৃত্যু অন্তত ৫০, আহত ৩০০; লাইনচ্যুত করমণ্ডলে ধাক্কা আরেকটি ট্রেনের

একটি নয়, ওড়িশার বালেশ্বরের কাছে বেলাইন দু’টি দূরপাল্লার ট্রেন। মোট ৩টি ট্রেন দুর্ঘটনাগ্রস্ত। রেল জানিয়েছে, প্রথমে চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেস একটি মালগাড়িতে ধাক্কা মেরে বেলাইন হয়ে যায়। সেটির কয়েকটি কামরা পাশের লাইনে ছিটকে পরে। সেই লাইন দিয়ে আসছিল হাওড়াগামী যশবন্তপুর এক্সপ্রেস। সেই ট্রেনটিও বেলাইন হয়ে যায়। রেলের তরফে শেষ পাওয়া খবরে অন্তত ৫০ জনের মৃত্যু হয়েছে। আহত ৩০০-র মত।

রেল সূত্রে খবর, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ শালিমার থেকে চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেস মালগাড়িতে ধাক্কা মারে। করমণ্ডল এক্সপ্রেস সেই সময় অত্যন্ত দ্রুতগতিতে ছিল। সেই অভিঘাতেই করমণ্ডল এক্সপ্রেসের ১০ থেকে ১২টি কামরা বালেশ্বরের কাছে বেলাইন হয়ে ছিটকে পড়ে উল্টো দিকের লাইনে। কিছুক্ষণ পর হাওড়াগামী যশবন্তপুর এক্সপ্রেস আসছিল উল্টো দিকের লাইন দিয়েই। সেই ট্রেনটি করমণ্ডল এক্সপ্রেসের ছিটকে পড়া কামরার উপর দিয়ে চলে যায়। এতে যশবন্তপুর এক্সপ্রেসেরও ৩ থেকে ৪টি কামরা বেলাইন হয়ে যায়।

করমণ্ডল এক্সপ্রেস ট্রেনটি মূলত বাংলা থেকে দক্ষিণের হাসপাতালগুলিতে যাওয়ার অন্যতম প্রধান মাধ্যম। প্রতি দিনই বহু মানুষ করমণ্ডল এক্সপ্রেসে করে দক্ষিণ ভারত মূলত তামিলনাড়ু, কর্নাটকে যান। দুর্ঘটনার জেরে চিকিৎসা করাতে দক্ষিণ ভারতে যাওয়া যাত্রীদেরও দুরবস্থা চরমে। যদিও করমণ্ডল এক্সপ্রেস আদৌ মালগাড়িতে ধাক্কা মেরেছিল কি না তা এখনও স্পষ্ট নয়। ইতিমধ্যেই দুর্ঘ‌টনার খবরে ব্যতিব্যস্ত রাজ্য এবং কেন্দ্রের সরকার। প্রধানমন্ত্রী মোদী, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘটনাইয় দুঃখ প্রকাশ করে সাহায্যের আয়জন করেছেন। রেল মন্ত্রী অশ্বিনি যাদব ঘটনাস্থলে ছুটে যাচ্ছেন বলে জানিয়েছেন। এখন এই ঘটনায় হতাহতের পরিসংখ্যান নিশ্চিত নয়। 

রেলের তরফে এই দুর্ঘটনায় মৃতদের মাথা পিছু ১০ লক্ষ টাকা। আহত ২ লাখ এবং সামান্য আহতদের ৫০ হাজার টাকার অর্থ সাহায্য করা হবে। প্রধানমন্ত্রীর দপ্তর থেকে মৃতদের মাথা পিছু ২ লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা আর্থিক সাহায্য দেওয়া হবে।


About The Author