শিলিগুড়ির কাছে রাঙ্গাপানিতে শিয়ালদামুখী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে মালগাড়ির ধাক্কা। পিছনের দুটি কামরা লাইনচ্যুত হয়ে দুমড়ে মুচড়ে যায়। এই ঘটনায় এখনও ৯ জনের মৃত্যুর খবর মিলেছে।
সোমবার সকালের ঘটনার পর বিকেলে এলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তিনি দুর্ঘটনাস্থল ঘুরে দেখেন। তিনি বলেন, কি কারণ এই ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হবে।
এদিকে, তাঁর আগেই শিলিগুড়িতে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এই ঘটনা প্রসঙ্গে কেন্দ্রের সরকার এবং বর্তমান রেল মন্ত্রীকে আক্রমন করেন। সেই প্রসঙ্গে অশ্বিনী বলেন, এই মুহূর্ত রাজনীতি করার সময় নয়।
রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এক্স হ্যান্ডলের মাধ্যমে জানিয়েছেন, রেল দুর্ঘটনায় নিহতদের প্রত্যেকের পরিবারকে ১০ লক্ষ টাকা, গুরুতর আহতদের আড়াই লক্ষ টাকা ও কম চোট লাগা যাত্রীদের ৫০ হাজার টাকা করে আর্থিক ক্ষতিপূরণ প্রদান করা হবে।
ট্রেন দুর্ঘটনায় হতাহতদের আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছে কেন্দ্র। মৃতদের ২ লক্ষ, আহতদের ৫০ হাজার! ট্রেন দুর্ঘটনায় হতাহতদের পরিবারের জন্য ক্ষতিপূরণের ঘোষণা করা হল কেন্দ্রের তরফে। এদিন পিএমও-র ট্যুইটে পোস্ট করে ‘প্রাইম মিনিস্টারস ন্যাশনাল রিলিফ ফান্ড’ থেকে মৃতদের পরিবারকে এককালীন ২ লক্ষ টাকা ও আহতদের ৫০ হাজার টাকা করে দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে।