মেঘভাঙা বৃষ্টির জেরে সিকিমের চুংথাম বাঁধ ভেঙ্গে তিস্তায় হড়পা বান। এখনও পর্যন্ত মৃত্যু ১৫ জনের, নিখোঁজ শতাধিক। বাংলার প্রায় দু’হাজার পর্যটক সেখানে আটকে পড়েছেন, অনুমান রাজ্য প্রশাসনের। তবে গোটা দেশ থেকে কত সংখ্যক পর্যটক সিকিমে আটকে আছেন তার স্পষ্ট হিসেব নেই।
সিকিমের চুংথাম বাঁধ ভাঙ্গায় অস্বাভাবিকভাবে বেড়ে গিয়েছে তিস্তার জলস্তর। জায়গায় জায়গায় জাতীয় সড়ক ভেঙ্গে যান চলাচল বন্ধ। পুজোর মুখে সিকিমে গিয়ে বহু পর্যটক আটকে পড়েছেন। রাজ্য প্রশাসন সূত্রে খবর, বাংলার অন্তত দু’হাজার পর্যটক সিকিমে আটকে পড়েছেন।
সিকিমে মেঘভাঙা বৃষ্টির জেরে হুড়মুড়িয়ে জল নেমে আসছে তিস্তায়। লোনক হ্রদ ফেটে আচমকা হড়পা বান আসায় তিস্তায় ভেসে গেলেন সেনার ২৩ জওয়ান। একজনকে পরে উদ্ধার করা হয়েছে সুস্থ অবস্থায়। জলের তোড়ে ভেসে গিয়েছে সেনার বহু গাড়ি। বেশ কয়েকটি সেনা ছাউনিও কাদায় বসে গিয়েছে। সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে চুংথাম। সিকিমে যাওয়ার একমাত্র রাস্তা ভেঙ্গে স্তব্ধ হয়ে পড়েছে শিলিগুড়ি-সিকিম যোগাযোগ ব্যবস্থা। এদিকে তিস্তায় প্লাবন দেখা দিয়েছে।