বাংলাদেশে এবার ‘জনপ্রিয়’ ইউটিউব তারকা তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার

ঢাকা: বাংলাদেশে আলোচিত একটি হত্যা মামলায় গ্রেপ্তার জনপ্রিয় ইউটিউবার ও কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি। রবিবার বরিশাল মহানগরের বাংলাবাজার এলাকায় সিআইডি (Crime Investigation Department) বিশেষ অভিযান চালিয়ে তাঁকে আটক করে বলে খবর প্রথম আলোর।

প্রসঙ্গত, এই মামলায় আগেই গ্রেপ্তার হয়েছেন আফ্রিদির বাবা, মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথী। তৌহিদ আফ্রিদিকে ঢাকায় স্থানান্তরের প্রস্তুতি চলছে।

তৌহিদ আফ্রিদি মূলত ভ্লগ ও ভ্রমণকেন্দ্রিক কনটেন্টের মাধ্যমে বাংলাদেশে তরুণদের মধ্যে বিপুল জনপ্রিয়তা অর্জন করেন। তাঁর ইউটিউব চ্যানেল ও সামাজিক যোগাযোগমাধ্যমে লক্ষাধিক ফলোয়ার্স‌ রয়েছে।

সিআইডির গণমাধ্যম শাখার বিশেষ পুলিশ সুপার জসিম উদ্দীন জানিয়েছেন, গত জুলাই মাসে ঢাকার যাত্রাবাড়ী থানায় দায়ের হওয়া একটি হত্যা মামলায় আফ্রিদি ১১ নম্বর নামীয় আসামি। তাঁকে ঢাকায় স্থানান্তরের প্রক্রিয়া চলছে।

এই মামলায় আরও ২৫ জনকে নামীয় আসামি করা হয়েছে। এর মধ্যে প্রধান আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। দ্বিতীয় ও তৃতীয় আসামি যথাক্রমে সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক আব্দুল্লাহ আল–মামুন। মামলায় অজ্ঞাতনামা আরও প্রায় দেড় শতাধিক ব্যক্তিকেও অন্তর্ভুক্ত করা হয়েছে।

তৌহিদ আফ্রিদির বাবা, মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীকেও একই মামলায় আগেই গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এই ঘটনাকে ঘিরে বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক মহলে আলোচনার ঝড় উঠেছে। মামলার প্রকৃতি, আসামিদের তালিকা এবং তদন্তের গতিপ্রকৃতি নিয়েও প্রশ্ন উঠছে।

About The Author