জলপাইগুড়িঃ চকোলেট খাইয়ে তিস্তা উদ্যানে নিয়ে গিয়ে নাবালিকার সঙ্গে কুকাজ! অভিযুক্ত টোটো চালকের বিরুদ্ধে ২৫ বছরের কারাদণ্ডের রায় দিল জলপাইগুড়ি পক্সো আদালত। দোষী সাব্যস্ত যুবকের নাম গোলাম মাসুদ মোহাম্মদ।
এবছর জানুয়ারি মাসের ঘটনা। জানা গেল, জলপাইগুড়ির ওই স্কুল ছাত্রীর ব্যাগ থেকে প্রেগ্ন্যান্সি পরীক্ষার কিট পাওয়া যায়। তারপরই প্রকাশ্যে আসে এই কাণ্ড। মেয়েটি জানায়, তাঁকে চকোলেট খাইয়ে অজ্ঞান করে তিস্তা উদ্যানের ফাঁকা জায়গায় নিয়ে গিয়ে কুকাজ করে।
মেয়েটি নাকি ভয়ে প্রথমে কাউকে কিছু জানায়নি। কিন্তু ৮ ফেব্রুয়ারি, মায়ের হাতে স্কুল ব্যাগে একটি পরীক্ষার কিট পাওয়ার পর ঘটনাটি প্রকাশ্যে আসে।
ওই অভিযোগের ভিত্তিতে জলপাইগুড়ি মহিলা থানায় মামলা রুজু হয়। তদন্তকারী আধিকারিকের তৎপরতায় মাত্র সাত দিনের মধ্যে তদন্ত সম্পন্ন হয় এবং ১৪ ফেব্রুয়ারি চার্জশিট দাখিল করা হয়।
বিশেষ পকসো আদালতে অতিরিক্ত জেলা বিচারক শ্রী রিন্টু সুরের নেতৃত্বে দ্রুত বিচারপর্ব শুরু হয়। পাঁচ মাসের মধ্যেই অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে রায় ঘোষণা করা হয়। মামলাটি সুনিপুণভাবে পরিচালনা করেন বিশেষ পাবলিক প্রসিকিউটর শ্রী দেবাশীষ দত্ত।