নবান্নের নির্দেশেই গ্রেপ্তার! তোলাবাজিতে ধৃত TMC নেতার ছেলের ২ দিনের পুলিশি হেফাজত

সরাসরি নবান্নের নির্দেশেই গ্রেপ্তার করা হয়েছে তোলাবাজিতে অভিযুক্ত তৃণমূল নেতার ছেলেকে। জানা গেল তৃণমূল সুত্রে।

গত রাতে ফাটাপুকুর টোল গেটে একটি শূকর বোঝাই লরি আটকে দিয়ে মোটা টাকা দাবি করা হয়। এমন পরিস্থিতিতে ওই লরি চালক তাঁর মালিককে ফোনে জানান। মালিকের তরফে নাকি সরাসরি নবান্নে অভিযোগ করা হয়। সেখান থেকে পুলিশ সুপারকে দ্রুত পদক্ষেপ করতে বলার পরই অভিযুক্ত রাহুলকে গ্রেপ্তার করে রাজগঞ্জ থানার পুলিশ।

ধৃত রাহুল রাজগঞ্জ ব্লকের বড় শাসক নেতা সলেমান মহম্মদের ছেলে। এদিন, কোর্টে তোলার পর ৫ দিনের হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়।

এই নিয়ে তৃণমূল শ্রমিক সংগঠনের জেলা সভাপতি তপন দে বলেন, ‘শুনেছি নবান্ন থেকেই ফোন করে খবর দেওয়া হয়েছে। এসপিকে জানানো হয়, ব্লকের সভাপতির ছেলে নাকি তোলা তুলছিলেন। টোল প্লাজার ম্যানেজারের নির্দেশেই নাকি গাড়ির পেছনে ধাওয়া করেছিল, সেটাই শুনেছিলাম। পুলিশের তরফ থেকে শুনি, বাড়তি টাকা আদায়ের চেষ্টা হচ্ছিল। মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায় আগেই নির্দেশ দিয়েছেন, যাতে দলটা সবাই স্বচ্ছভাবে করেন। বেনিয়ম কখনই মেনে নেওয়া হবে না।’

এই নিয়ে বিজেপি জেলা কমিটির সদস্য নিতাই মণ্ডল বলেন, ‘টোলে যে সব ছেলেরা কাজ করছেন, প্রত্যেকেই তৃণমূলের লোক। তাঁরা এই ধরনের কাজ করছেন। এর আগেও এই ধরনের ঘটনা ঘটেছে। এই লোক উপযুক্ত জায়গায় অভিযোগ করতে পেরেছেন, তাই গ্রেপ্তা‌র হয়েছে।’