‘ভাইপো গ্যাং’-এর লিস্টে তাঁর ছবি! শুভেন্দুকে আইনি নোটিশ পাঠালেন তৃণমূল যুব নেতা

শিলিগুড়ি: বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সম্প্রতি ৫০ জনের একটি গ্যালারি প্রকাশ করেন, যাঁদের তিনি ‘ভাইপো গ্যাং’ বলে অভিহিত করেছেন। তাঁর দাবি, এই ব্যক্তিরা বিভিন্ন কলেজে তৃণমূল ছাত্র পরিষদের ছত্রছায়ায় অনৈতিকভাবে নিয়োগ পেয়েছেন এবং কলেজের প্রশাসনিক ও আর্থিক কার্যকলাপ নিয়ন্ত্রণ করছিলেন।

এই তালিকায় নাম ও ছবি প্রকাশিত হওয়ায় দার্জিলিং জেলা TMCP-র সহ-সভাপতি সৌরভ ভাস্কর শুভেন্দুর বিরুদ্ধে আইনি নোটিশ পাঠিয়েছেন। তাঁর দাবি, তিনি শিলিগুড়ি কমার্স কলেজের কোনও কর্মী নন এবং শুভেন্দুর অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও মানহানিকর। তিনি সাত দিনের মধ্যে নিশর্ত ক্ষমা চেয়ে নেওয়ার দাবি জানিয়েছেন, না হলে আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।

এই বিতর্কের কেন্দ্রে রয়েছে কলেজে নিয়োগ দুর্নীতি, ছাত্র রাজনীতি, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রভাব নিয়ে শুভেন্দুর মন্তব্য। TMCP নেতারা এই অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করছেন।

About The Author