চাঁচল: বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পোড়ানোর অভিযোগে গ্রেপ্তার হলেন তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) প্রাক্তন নেতা এবি সোয়েল।
সোমবার রাতে মালতীপুরের ভাকরি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নয়াটোলি গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করে চাঁচল থানার পুলিশ। সোয়েল ছিলেন চাঁচল কলেজের টিএমসিপি ইউনিটের সভাপতি।
২ সেপ্টেম্বর কলকাতায় তৃণমূলের মঞ্চ খোলার প্রতিবাদে চাঁচল ইউনিটের তরফে একটি সভা হয়, যেখানে রবি ঠাকুরের ছবি পোড়ানোর অভিযোগ ওঠে।
বিজেপি এই ঘটনার তীব্র প্রতিবাদ জানায়। বিতর্কের জেরে সোমবার সোয়েলকে সাসপেন্ড করে TMCP নেতৃত্ব।
একইসঙ্গে ভেঙে দেওয়া হয় চাঁচল কলেজের TMCP ইউনিট। TMCP-র রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানান।
তবে বিরোধীদের প্রশ্ন, তৃণমূল সুপ্রিমো যখন বাংলা ভাষা ও সংস্কৃতির পক্ষে সরব, তখন দলের ছাত্রনেতার এমন কাজ কি দলকে ব্যাকফুটে ঠেলে দেয়নি? সোয়েলের গ্রেপ্তার কি শুধুই আইনি পদক্ষেপ, না কি রাজনৈতিক ড্যামেজ কন্ট্রোল?
- রবি ঠাকুরের ছবি পোড়ানোর অভিযোগে গ্রেপ্তার TMCP নেতা এবি সোয়েল। ভেঙে দেওয়া হল কলেজ ইউনিট—উঠছে রাজনৈতিক প্রশ্ন!