কলেজে ভর্তির ফি কমানোর দাবিতে সরব তৃণমূল ছাত্র পরিষদ

রাজগঞ্জ কলেজে ভর্তির ফি কমানোর দাবিতে ডেপুটেশন দিল তৃণমূল ছাত্র পরিষদ। কলেজে ভর্তির ফি কমানোর দাবি জানিয়ে মঙ্গলবার দুপুরে তৃণমূল ছাত্র পরিষদের সদস্যেরা বিক্ষোভ প্রদর্শন করেন।

তৃণমূল ছাত্র পরিষদের ব্লক প্রেসিডেন্ট মেহেবুব আলম জানান, তৃতীয় এবং পঞ্চম সেমিস্টারের ভর্তির ফি কমানোর দাবি জানানো হয়েছে। এর পাশাপাশি ছাত্রছাত্রীদের যাতে দুটি কিস্তিতে ভর্তির ফি জমা করার সুযোগ দেওয়া হয় সেই বিষয়েও দাবি রেখেছেন তারা। কলেজ কর্তৃপক্ষের তরফে বিষয়টি আগামী দু-তিনদিনের মধ্যে আলোচনার পর সিদ্ধান্ত জানানো হবে বলে জানিয়েছেন।

About The Author