বিয়ের পরও ‘প্রেমিকা’র বাড়িতে নিত্য যাতায়াত! গুলিবিদ্ধ হয়ে মৃত্যু TMC কর্মীর

মালদায় ফের শুট আউট! এবার ‘প্রেমিকা’র বাড়িতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু তৃণমূল কর্মীর। মৃত যুবক এবং ওই মহিলা দুজনেই বিবাহিত। তারপরও তাঁদের মধ্যে চলছিল বিবাহ বহির্ভূত প্রেমের সম্পর্ক। মৃত ব্যক্তির নাম সাদ্দাম হোসেন (২৬)। জিজ্ঞাসাবাদের জন্য ইতিমধ্যেই মহিলাকে আটক করেছে পুলিশ। মালদার হরিশ্চন্দ্রপুর থানার ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের ঘটনা।

পরিবার সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো এদিনও ইটভাটা যাওয়ার উদ্দেশ্যে বের হন কিন্তু প্রেমিকা শালিখা খাতুনের বাড়িতে গিয়েছিলেন সাদ্দাম। ইদানিং নাকি তার সেখানে অবাধ যাতায়াত ছিল।

যদিও সাদ্দাম এবং শালিখা দুজনেই বিবাহিত বলে জানা গেছে। আর সেখানেই তাকে লক্ষ্য করে চলে গুলি। গুলি লাগে মাথার ডান দিকে। সেখান থেকে তাকে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। কারা গুলি চালিয়েছে। কেন গুলি চালানো হয়েছে? প্রেমিকার বাড়িতে কেনই বা এসেছিলেন সাদ্দাম? তবে কি সম্পর্কের টানাপড়েন এবং পরকীয়ার কারণে এই ঘটনা! সমস্ত দিক খতিয়ে দেখছে পুলিশ। আটক করে ‘প্রেমিকা’ শালিখাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

About The Author