ধূপগুড়ি উপনির্বাচনে জিতে গেলেন তৃণমূলের মাস্টারমশাই। বিজেপির আসন ছিনিয়ে নিল শাসকশিবির। প্রায় ৪ হাজার ৩৮৩ ভোটে বিজেপি প্রার্থী তাপসী রায়কে হারালেন তৃণমূলের নির্মল চন্দ্র রায়।
এদিকে, ধরা ছোঁয়ার বাইরে রয়েছেন বাম-কংগ্রেস জোটের প্রার্থী ইশ্বরচন্দ্র রায়। ভোট গণনা শেষে আবির খেলায় মাতলেন তৃণমূলের কর্মী সমর্থকেরা।
শুক্রবার সকাল ৮টা থেকে জলপাইগুড়ির উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসে ভোট গণনা শুরু হয়। প্রথমদিকে তৃণমূলকে পেছনে ফেলে অনেকটাই এগিয়ে যান বিজেপি প্রার্থী তাপসী রায়।
তবে চতুর্থ রাউন্ডে ৩৬০ ভোটে এগিয়ে যান তৃণমূল প্রার্থী নির্মলচন্দ্র রায়। পঞ্চম রাউন্ডের শেষে ৮০০ ভোটের ব্যবধানে ফের তৃণমূলকে পেছনে ফেলে এগিয়ে যায় বিজেপি। পরে সপ্তম রাউন্ডে ঘুরে দাঁড়ায় তৃণমূল। আর পেছনে তাকাতে হয়নি।
পরের রাউন্ডগুলিতে ব্যবধান বাড়াতে থাকেন নির্মলচন্দ্র। দুই ফুলে টানাটানি শেষে জিতে গেল ঘাসফুল। শেষ পাওয়া খবর অবধি তৃণমূল পেয়েছে ৯৬ হাজার ৯৬১টি ভোট। আর বিজেপি প্রার্থী তাপসী রায় পেয়েছেন ৯২ হাজার ৫৭৮টি ভোট। মোট ৪ হাজার ৩৮৩ ভোটে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী।