জলপাইগুড়ির অন্যান্য কলেজের পাশাপাশি রাজগঞ্জ কলেজেও টিএমসিপি পরিচালিত ছাত্র আলোচনা সভায় হাজির থাকলেন রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য। এই অনুষ্ঠানে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি অভিজিৎ সিনহা, ডিপিএসসি-র চেয়ারম্যান লক্ষমোহন রায়, ব্লক তৃণমূল যুব সহ সভাপতি তুষার কান্তি দত্ত, জেলা তৃণমূল যুব সহ সভাপতি শেখ ওমর ফারুক, সহ অন্যান্যরা। ছাত্র-ছাত্রীদের জন্য রাজ্য সরকারের বিভিন্ন সুযোগ-সুবিধা নিয়ে আলোচনা করেন তৃণাঙ্কুর ভট্টাচার্য। সবুজ সাথী সাইকেল থেকে শুরু করে কন্যাশ্রী রূপশ্রী প্রকল্প এবং বাড়ির অভিভাবকেরা লক্ষীর ভান্ডার এর সুবিধা পেলেন কিনা সে বিষয়ে জিজ্ঞাসা করতে দেখা গেল তাকে।
এদিন রাজগঞ্জ কলেজ হলঘরে এই অনুষ্ঠান আয়োজিত হয় যেখানে কলেজের ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করে।
দলে থেকে পদের জন্য ভাবনা চিন্তা না করে মমতা ব্যানার্জির কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা ভাবতে হবে। শুক্রবার জলপাইগুড়িতে এসে দলের নেতা কর্মীদের সঙ্গে সভা করতে গিয়ে একথা বললেন তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য। এদিন জলপাইগুড়ির আনন্দচন্দ্র কলেজ ছাত্র ইউনিটের সদস্যদের নিয়ে আয়োজিত একটি সভায় বক্তব্য রাখেন তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য। সভায় উপস্থিত ছিলেন তৃণমূলের জেলা যুব সভাপতি সৈকত চ্যাটার্জি, তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি অভিজিৎ সিনহা সহ বিভিন্ন নেতা নেত্রীরা। সভায় বক্তব্য রাখতে গিয়ে তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য বলেন, মমতা ব্যানার্জির বিভিন্ন প্রকল্পগুলো মানুষের সামনে তুলে ধরুন। দেখবেন কাজ করতে করতে পদ নিজে থেকেই পেয়ে যাবেন।