Rajganj: পঞ্চায়েতকে সামনে রেখে ‘চলো গ্রামে যাই’, তৃণমূলের র‍্যালিতে কয়েক হাজার মানুষ

আগামী পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে জনসংযোগ বাড়ানোর লক্ষে ‘চলো গ্রামে যাই’ কর্মসূচী শুরু করেছে তৃণমূল কংগ্রেস। শনিবার রাজগঞ্জেও কয়েক হাজার কর্মী সমর্থকদের নিয়ে মহিলা তৃণমূলের নেতৃত্বে একটি র‍্যালি অনুষ্ঠিত হল।

শনিবার রাজগঞ্জ ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের তরফে ‘চলো গ্রামে যাই’ কর্ম‌সূচির আওতায় একটি বিরাট পদযাত্রা অনুষ্ঠিত হল। ফাটাপুকুর থেকে রাজগঞ্জ বাজার পর্যন্ত ৩ কিলোমিটার রাস্তায় তৃণমূলের কর্মী সমর্থকেরা ওই পদযাত্রায় সামিল হয়েছিলেন। বিভিন্ন সরকারি প্রকল্পের প্রচারও করা হয় র‍্যালিতে। আয়োজকরা জানিয়েছেন, লক্ষ্মীর ভাণ্ডার, রুপশ্রী, কন্যাশ্রী স্বাস্থ্য সাথী, তপসিলী বন্ধু সহ একাধিক প্রকল্প গুলোর সুযোগ সুবিধা সাধারণ মানুষের কাছে তুলে ধরার জন্য এই কর্মসূচি উদ্যোগ নেওয়া হয়েছে।

এদিনের এই কর্মসূচিতে ব্যাপকভাবে মহিলাদের উপস্থিত হতে লক্ষ্য করা যায়। ছিলেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়, দলের মহিলা জেলা কমিটির সভানেত্রী নুরজাহান বেগম, পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা রায় সহ অঞ্চল নেতৃত্ব। প্রায় ২ হাজার কর্মী সমর্থকেরা এই র‍্যালিতে যোগ দেন। অনুষ্ঠান শেষে সাংবাদিক বৈঠক হয়।

About The Author