কলকাতা: ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়ার সূচনাতেই রাজপথে নামছে তৃণমূল কংগ্রেস। আগামী মঙ্গলবার, ৪ নভেম্বর, যখন রাজ্যজুড়ে শুরু হবে এসআইআরের কাজ, সেদিনই কলকাতার রেড রোড থেকে জোড়াসাঁকো পর্যন্ত মিছিলের ডাক দিয়েছে শাসকদল। মিছিলে নেতৃত্ব দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
দলীয় সূত্রে খবর, দুপুর দেড়টায় রেড রোডে বি.আর. অম্বেডকরের মূর্তির সামনে জমায়েত হবে কলকাতা ও পার্শ্ববর্তী জেলার তৃণমূল কর্মীরা। সেখান থেকে মিছিল শুরু হয়ে যাবে জোড়াসাঁকো ঠাকুরবাড়ির দিকে। এই রুট বেছে নেওয়ার মধ্যেই রাজনৈতিক বার্তা স্পষ্ট—সংবিধান প্রণেতা অম্বেডকর ও রবীন্দ্রনাথ ঠাকুরের ভাবধারাকে সামনে রেখে এসআইআরের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে চায় তৃণমূল।
অন্যদিকে, একই দিনে উত্তর ২৪ পরগনার আগরপাড়ায় এসআইআরের মাধ্যমে অনুপ্রবেশকারীদের হটানোর দাবিতে মিছিলের ডাক দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ফলে মঙ্গলবার রাজ্য রাজনীতিতে এসআইআর ঘিরে পাল্টা অবস্থান স্পষ্ট হতে চলেছে।
তৃণমূলের দাবি, এসআইআরের নামে বিভাজনের রাজনীতি করছে বিরোধীরা। অন্যদিকে, বিরোধীদের অভিযোগ, শাসকদল এসআইআরের আড়ালে ভোটার তালিকায় অনিয়ম ঢাকতে চাইছে। এই প্রেক্ষাপটে মিছিলের দিন ও রুট নির্বাচনে রাজনৈতিক কৌশলের ছাপ স্পষ্ট।

