আগরতলা: ত্রিপুরার রাজধানী আগরতলায় তৃণমূল কংগ্রেসের রাজ্য কার্যালয়ে হামলার অভিযোগ উঠেছে বিজেপি কর্মীদের বিরুদ্ধে। বনমালিপুর এলাকায় এই ঘটনায় রাজনৈতিক উত্তেজনা চরমে পৌঁছেছে।
তৃণমূলের দাবি, মালদহ উত্তরের সাংসদ খগেন মুর্মু ও বিধায়ক শঙ্কর ঘোষের উপর হামলার প্রতিবাদে বিজেপির ডাকা বিক্ষোভ মিছিল থেকেই এই হামলা চালানো হয়। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এই ঘটনার তীব্র নিন্দা করে বলেন, “ত্রিপুরা পুলিশের চোখের সামনে আমাদের দফতর ভাঙচুর করেছে বিজেপি। এটি গণতন্ত্রের উপর সরাসরি আঘাত।”
এই ঘটনার পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছয় সদস্যের একটি প্রতিনিধি দল পাঠাচ্ছেন ত্রিপুরায়। দলে রয়েছেন সাংসদ প্রতিমা মণ্ডল, সায়নী ঘোষ, মন্ত্রী বীরবাহা হাঁসদা, কুণাল ঘোষ ও টিএমসিপি নেতা সুদীপ রাহা। তাঁদের উদ্দেশ্য, ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখা এবং আক্রান্ত কর্মীদের পাশে দাঁড়ানো।
অন্যদিকে, ত্রিপুরা বিজেপি এই অভিযোগ অস্বীকার করে বলেছে, “কোনও হামলা হয়নি, শুধু প্রতিবাদ হয়েছে।” পাল্টা অভিযোগও উঠেছে যে তৃণমূল জনজাতি সম্প্রদায়ের এক প্রতিনিধিকে মারধর করেছে। এই রাজনৈতিক চাপানউতরকে কেন্দ্র করে ত্রিপুরা ও পশ্চিমবঙ্গের সম্পর্কেও নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।