অ্যাকাউন্ট থেকে গায়েব ৫৫ লক্ষ টাকা! সাইবার প্রতারণার শিকার TMC সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়!

কলকাতা: তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা-পর্বের একটি পুরনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ৫৫ লক্ষ টাকা উধাও হয়ে যাওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।

জানা গিয়েছে, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার হাই কোর্ট শাখার অধীন একটি ডরম্যান্ট অ্যাকাউন্টে প্রথমে টাকা স্থানান্তরিত হয়, পরে তা তুলে নেওয়া হয়। এই অ্যাকাউন্টটি ২০০১-২০০৬ সালের বিধায়ক-পর্বে খোলা হয়েছিল, যেখানে তাঁর বিধায়ক ভাতা জমা পড়ত। দীর্ঘদিন লেনদেন না হওয়ায় সেটি ‘ডরম্যান্ট’ হয়ে গিয়েছিল।

কল্যাণের দাবি, এসবিআইয়ের হাই কোর্ট শাখার ম্যানেজার তাঁকে ফোন করে প্রতারণার বিষয়টি জানান। মূলত তাঁর ছবি ও মোবাইল নম্বর ব্যবহার করে কালীঘাট শাখার অ্যাকাউন্ট থেকে টাকা সরানো হয়েছে বলে অভিযোগ। ব্যাঙ্ক কর্তৃপক্ষ ইতিমধ্যেই কলকাতা পুলিশের সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ দায়ের করেছে। সাংসদ হতাশ হলেও দ্রুত তদন্ত ও সুরাহার আশায় রয়েছেন।

এই ঘটনায় ব্যাঙ্কিং নিরাপত্তা ও ডরম্যান্ট অ্যাকাউন্ট ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন উঠছে। সাইবার অপরাধের এমন কৌশল সাধারণ মানুষের ক্ষেত্রেও উদ্বেগজনক।

About The Author