এবার ED! ফের গ্রেপ্তার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা

কলকাতা: SSC নিয়োগ দুর্নীতি মামলায় বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহাকে ফের গ্রেফতার করল ইডি। মুর্শিদাবাদের আন্দিতে তাঁর বাড়ি থেকে ধাওয়া করে ধরা হয়। মোবাইল ছুড়ে পালানোর চেষ্টা, অসহযোগিতার অভিযোগ—তদন্তে ফের নাটকীয় মোড়।

সোমবার সকালেই মুর্শিদাবাদের আন্দি গ্রামে বিধায়কের বাড়িতে হানা দেয় ইডি। পাঁচ সদস্যের তদন্তকারী দল, সঙ্গে কেন্দ্রীয় বাহিনী—বাড়িতে ছিলেন জীবনকৃষ্ণ সাহা। শুরু হয় জিজ্ঞাসাবাদ। একইসঙ্গে তল্লাশি চলে রঘুনাথগঞ্জের পিয়ারাপুরে তাঁর শ্বশুরবাড়ি ও স্ত্রী টগর সাহার বাড়িতে।

সূত্রের দাবি, কেন্দ্রীয় তদন্তে অসহযোগিতার অভিযোগ রয়েছে বিধায়কের বিরুদ্ধে। তাঁর নামে বেআইনি আর্থিক লেনদেন ও হিসাববহির্ভূত সম্পত্তির অভিযোগে নতুন করে চাপে পড়েছেন তিনি।

উল্লেখযোগ্য, ২০২৩ সালের ১৭ এপ্রিল SSC নিয়োগ দুর্নীতি মামলায় তাঁকে গ্রেপ্তার করেছিল সিবিআই। সেবার বাড়িতে তল্লাশির সময় দুইটি মোবাইল ফোন পুকুরে ছুড়ে ফেলার অভিযোগ উঠেছিল। পরে সেই ফোন উদ্ধার করে কেন্দ্রীয় সংস্থা।

১৩ মাস কারাবাসের পর সুপ্রিম কোর্ট থেকে জামিনে মুক্তি পান তিনি। এবার ফের গ্রেপ্তারি। আজই ব্যাঙ্কশাল কোর্টে তোলা হতে পারে বিধায়ককে। নিয়োগ দুর্নীতি ইস্যুতে যখন রাজ্য রাজনীতি উত্তাল, তখন জীবনকৃষ্ণ সাহার গ্রেপ্তারি ঘিরে ফের তীব্র চাঞ্চল্য ছড়াল রাজনৈতিক মহলে।

About The Author