টাকা দ্বিগুণের প্রতিশ্রুতি! ৩৫০ কোটি টাকার প্রতারণায় অভিযুক্ত তৃণমূল নেতার ছেলে

আসানসোলের রেলপাড় এলাকায় টাকা দ্বিগুণ করার প্রতিশ্রুতি দিয়ে কয়েক হাজার মানুষকে প্রতারণার অভিযোগ উঠেছে তৃণমূল সংখ্যালঘু সেলের নেতা সাকিল আহমেদের ছেলে তহসিন আহমেদের বিরুদ্ধে।

প্রাথমিকভাবে কিছু বিনিয়োগকারী লাভ পেলেও, পরে হঠাৎ টাকা দেওয়া বন্ধ হয়ে যায়। ক্ষুব্ধ মানুষজন তহসিনের বাড়ির সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন।

ABP Ananda-র রিপোর্ট অনুযায়ী, এই প্রতারণার পরিমাণ প্রায় সাড়ে তিনশো কোটি টাকা, যদিও কিছু সূত্র বলছে সাড়ে চারশো কোটি পর্যন্ত হতে পারে।

বিজেপি নেতা শুভেন্দু অধিকারী এই ঘটনায় ED তদন্তের দাবি জানিয়েছেন এবং তৃণমূলের বিরুদ্ধে তীব্র আক্রমণ করেছেন।

তৃণমূলের রাজ্য সম্পাদক ভি শিবদাসন দাশুর জানিয়েছেন, “এই ঘটনায় দল জড়িত নয়। দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা চাই।”

এই ঘটনার পর আসানসোলের জাহাঙ্গির মহল্লায় চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে, তবে এখনও পর্যন্ত তহসিন আহমেদ গ্রেফতার হননি।

About The Author