কলকাতা: ত্রিপুরায় তৃণমূল কংগ্রেসের সদর দফতরে হামলার অভিযোগ ঘিরে ফের উত্তপ্ত রাজনীতি।
সেই ঘটনার তদন্তে আজ আগরতলায় রওনা হয়েছেন তৃণমূলের ছয় সদস্যের প্রতিনিধি দল। দলে রয়েছেন কুণাল ঘোষ, সায়নী ঘোষ, প্রতিমা মণ্ডল, বীরবাহা হাঁসদা, সুস্মিতা দেব ও সুদীপ রাহা। তবে এই সফরের আগে কুণাল ঘোষের মন্তব্য ঘিরে উদ্বেগ ছড়িয়েছে।
তিনি বলেন, “অতীতে আমাদের অভিজ্ঞতা ভালো নয়। অভিষেকের কনভয়ে হামলা হয়েছে। মাঝরাতে সায়নীর উপর থানায় হামলা হয়েছে। আমরা ডেডবডি হয়েও ফিরতে পারি।”
এই মন্তব্যের সূত্রে তৃণমূলের তরফে অভিযোগ, ত্রিপুরায় ‘জঙ্গলরাজ’ চলছে। হামলার সময় পুলিশ নীরব দর্শক ছিল বলেও দাবি। কুণাল আরও বলেন, “ত্রিপুরাকে সন্ত্রাসের রাজ্য করে ফেলা হয়েছে। কাল থেকেই হুমকির পোস্ট চলছে।”
এই পরিস্থিতিতে প্রতিনিধি দলটি সরজমিনে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখে পরবর্তী পদক্ষেপ নেবে। অন্যদিকে, উত্তরবঙ্গে দুর্যোগের সময় বিজেপি সাংসদ- বিধায়কের উপর হামলার অভিযোগ ঘিরে রাজ্য রাজনীতিতে চাপানউতোর চলছে। সেই ঘটনার প্রেক্ষিতে তৃণমূলের বিরুদ্ধে বিজেপির ক্ষোভের মাঝেই ত্রিপুরায় এই হামলার অভিযোগ নতুন করে উত্তেজনা বাড়িয়েছে।