তৃণমূল অঞ্চল সভাপতির মৃত্যু, ঘাতক গাড়ির চালককে তিন দিনের রিমান্ডে নিল পুলিশ

রাজগঞ্জ: বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছিল তৃণমূল অঞ্চল সভাপতি সহ দু’জনের। সেই ঘটনায় ঘাতক টাটা এসি গাড়ির চালককে গ্রেপ্তার করল পুলিশ।

জানা গেল, ধৃতের নাম প্রসেনজিৎ রায়। ২৩ বছর বয়সী যুবকের বাড়ি রাজগঞ্জ বিধানসভার বারপাটিয়া অঞ্চলের ভাটপাড়ায়।

আরও জানা গেল, ঘটনার সময় খালি গাড়ি নিয়ে শিলিগুড়ির দিকে যাচ্ছিল যুবক। সেই সময় প্রথমে মলিন রায় নামের ১৯ বছর বয়সী এক কিশোরকে ধাক্কা মারে এবং তারপর পালাতে গিয়েই উত্তম রায়’কেউ ধাক্কা মেরে দেয়। এই উত্তম রায় ছিলেন রাজগঞ্জের পানিকাউরি অঞ্চলের তৃণমূল সভাপতি।

ঘটনার পরই এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়। গাড়ি ছেড়ে পালিয়ে গিয়েছিল প্রসেনজিৎ। তবে বেলাকোবা ফাঁড়ির পুলিশ অনতিবিলম্বে যুবককে পাকড়াও করে। বৃহস্পতিবার তাকে জলপাইগুড়ি আদালতে তোলা হলে তিন দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ।

About The Author