Kunal Ghosh: বাথরুমে পড়ে গুরুতর জখম, হাসপাতালে ভর্তি তৃণমূলের কুণাল ঘোষ

কলকাতা: তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। রবিবার সন্ধ্যায় তিনি বাথরুমে পড়ে যান এবং মাথা ও পায়ে গুরুতর চোট পান বলে খবর।

প্রাথমিক চিকিৎসায় জানা গেছে, তাঁর পায়ের হাড় ভেঙে গেছে। তাঁকে দ্রুত সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা বিভিন্ন পরীক্ষা চালাচ্ছেন এবং আগামীকাল জরুরি অস্ত্রোপচারের পরিকল্পনা রয়েছে।

তৃণমূল সূত্রে খবর, কুণাল ঘোষ বর্তমানে স্থিতিশীল আছেন এবং চিকিৎসকের পর্যবেক্ষণে রয়েছেন। পারিবারিক সূত্র জানিয়েছে, ঘটনাটি হঠাৎই ঘটে। চিকিৎসকরা আশ্বাস দিয়েছেন, সময়মতো চিকিৎসা ও বিশ্রাম পেলে তিনি স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন।

About The Author