মেলেনি সরকারি সুবিধা! তৃণমূল নেতাকে গ্রাম থেকে বের করে দিলেন স্থানীয়রা

সভা করতে আসছেন ফিরহাদ হাকিম, সভা ভরানোর জন্য লোক জোগাড় করতে বেরিয়েছিলেন তৃণমূল নেতা। গ্রামে ঢুকতেই তৃণমূল নেতাকে ধাক্কা মেরে বের করে দিলেন এলাকাবাসীরা। পালিয়ে বাঁচলেন তৃণমূল নেতা আফসার আলি।

উত্তর মালদার চাঁচলে নব নির্মিত বাস ডিপোর উদ্বোধন করবেন ফিরহাদ হাকিম। তাঁর সভায় লোক ভরাতে দলের নির্দেশে হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লকের নবগ্রাম এলাকায় গিয়েছিলেন তৃণমূল নেতা আফসার আলি। গ্রামে ঢুকতেই তৃনমূল নেতাকে ধাক্কা দিয়ে চরম হেনস্তা করে গ্রাম ছাড়া করালেন গ্রামবাসীরা। গ্রামবাসীদের অভিযোগ, তাদের প্রাপ্য আবাস যোজনার সুবিধা থেকে বঞ্চিত করা হয়েছে। অবস্থাপন্নরা ঘর পেয়েছে। চিরকালই বঞ্চিত থেকে গেছে দিনমজুরেরা। তাই ফিরহাদ হাকিমের সভায় তারা যেতে পারবেন না।

গ্রামবাসীদের আরও অভিযোগ, এলাকার নেতাদের কথামত‌ নেতা-মন্ত্রীদের মিটিংয়ে অনেক গিয়েছে। কিন্তু গিয়ে কোনও লাভ হয়েছে? আবাস যোজনা তালিকায় গ্রামের ১৪-১৫টি বুথের কোনও পরিবারের সদস্যের নাম নেই। এমনকি বন্যা ত্রানের টাকাও পায়নি অনেকেই। গ্রামবাসীদের অভিযোগ স্বীকার করে নিয়েছেন তৃণমূল নেতারাও।

About The Author