Rajganj: ‘উন্নয়নে সামিল হতে’ বিজেপি ছেড়ে তৃণমূলে ২০

রাজগঞ্জের সুখানি অঞ্চলে পদ্ম ছেড়ে ঘাসফুলে যোগ দিলেন বিজেপি নেতা এবং কয়েকটি পরিবার।
জেলা তৃণমূল যুব সহ সভাপতি শেখ ওমার ফারুক বলেন, মহানপাড়া বুথের বিজেপি সভাপতি পুলিন পাল সহ মোট ২০ জন তৃণমূলে যোগ দিয়েছেন। দলবদল নিয়ে পুলিন পাল বলেন, দিদির প্রকল্পের সুবিধা পেয়ে সন্তুষ্ট। পঞ্চায়েত ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সামিল হতেই তৃণমূল যোগ।
যদিও এই ব্যাপারে রাজগঞ্জ মণ্ডল-২ বিজেপির সভাপতি সুশান্ত রায়ের দাবি, মিথ্যে কেসে ফাঁসানোর ভয় দেখিয়ে দলবদল করানো হয়েছে। এদিনের, দলবদল কর্মসূচিতে তৃণমূলের অঞ্চল সভাপতি ইজরায়েল হক এবং অঞ্চল যুব সভাপতি ফরজান আলি ছিলেন। 

About The Author