Kunal Ghosh: সকালে বিজেপি প্রার্থীর প্রশংসা, বিকেলেই পদ থেকে সরাল তৃণমূল

বুধবার সকালে একটি রক্তদান শিবিরের অনুষ্ঠানে বিজেপির টিকিটে দাঁড়ানো তাপস রায়ের সঙ্গে একমঞ্চে দেখা গিয়েছিল কুণাল ঘোষকে। অরাজনৈতিক মঞ্চ থেকেই তাপসের প্রসংশা করেছিলেন কুণাল। মঞ্চে দাঁড়িয়ে কুণাল বলেন, ‘তাপস দার দরজা সব মানুষের জন্য কর্মীদের জন্য সব সময়ে খোলা থাকে। তাপস দা যেভাবে মানুষকে অতীতে পরিষেবা দিয়েছেন, সেটা রাজনীতিবিদ তাপস দার বড় ফ্যাক্টর। দুর্ভাগ্য, আমরা রাজনীতির ময়দানে তাপসদাকে এখন উল্টোদিকে পাচ্ছি। ভোটের প্রার্থী, আমাদের দলের প্রার্থীও লড়ছেন, প্রার্থী হিসাবে ব্যক্তিগতভাবে আমি তাপস দাকে জনপ্রতিনিধি হিসাবে এক ইঞ্চিও পিছনে রাখতে পারব না।’ কুণালের মন্তব্য নিয়ে শোরগোল পড়ে যায় রাজনৈতিক মহলে। বুধবার সকালের সেই ঘটনায় জল গড়াল বহুদূর। বিকেলেই তৃণমূলের তরফে প্রেস বিবৃতি দিয়ে জানানো হল, কুণালের মন্তব্য সম্পূর্ণ ব্যক্তিগত। তাঁর বক্তব্যের সঙ্গে দলের ভাবনার মিল নেই। দল তাঁকে রাজ্যের দায়িত্ব থেকে সরাচ্ছে।

About The Author