দিল্লি থেকে শিলিগুড়িতে ফিরতেই ফের রাজ্যপালকে কালো পতাকা দেখাল তৃণমূল কংগ্রেস। এদিন রাজ্যপাল সিভি আনন্দ দিল্লি থেকে বিমানে বাগডোগরা বিমানবন্দরে এসে পৌঁছান দার্জিলিংয়ের উদ্দেশ্যে যাবেন বলে। বাগডোগরা বিমানবন্দরে নেমে শিলিগুড়ি স্টেট গেস্ট হাউসে যাওয়ার পথে প্রথমে বাগডোগরাতে এবং মাটিগাড়া অঞ্চলে রাজ্যপালকে কালো পতাকা দেখানো হয়, এরপর শিলিগুড়ি স্টেট গেস্ট হাউসের সামনেও তৃণমূল কংগ্রেসের কর্মীরা তাঁকে কালো পতাকা দেখিয়ে বিক্ষোভ করেন।
এদিকে, আজ সকালেই রাজ্যপালের সঙ্গে দেখা করতে এলেন তৃণমূলের ৩ প্রতিনিধি দল। সাংসদ মহুয়া মৈত্র বাগডোগরা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যপালকে একহাত নিলেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘কেন পালিয়ে পালিয়ে বেড়াচ্ছেন? ফিরে আসুন না নিজের ঘরে। উনি তো কলকাতায় যাচ্ছেন না। দিল্লি আর দার্জিলিং করছেন।’