কান ধরে ওঠবোস! শিক্ষক নিয়োগ দুর্নীতিতে তৃণমূল কাউন্সিলরের ভিডিও ভাইরাল

কলকাতা: শিক্ষক নিয়োগ দুর্নীতিতে তৃণমূল নেতাদের বিরুদ্ধে অভিযোগের আবহে এবার প্রকাশ্যে কান ধরে ওঠবোস করলেন তমলুক পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পার্থসারথি মাইতি।

তিনি বলেন, “আমাদের নেতৃত্ব টাকা নিয়েছে, কিন্তু মুখ খুলছে না। তাঁদের জন্যই শুভেন্দু অধিকারী বড় বড় কথা বলছেন।” ভিডিওটি ভাইরাল হতেই জেলায় শোরগোল।

পার্থসারথি শুধু কাউন্সিলরই নন, রাজ্যের যুব সহ সভাপতি পদেও রয়েছেন। এর আগেও তিনি সোশ্যাল মিডিয়ায় কান ধরে ক্ষমা চেয়ে পোস্ট করেছিলেন। এবার সরাসরি ভিডিয়োতে ওঠবোস করে ক্ষমা চাওয়ার দৃশ্য সামনে আসায় রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া।

বিজেপি নেতা রাহুল সিনহা বলেন, “এটা অভিনব প্রচার, কিছু লোক এখনও অনুশোচনাবোধ রাখে।” অন্যদিকে তৃণমূল নেতা অরূপ চক্রবর্তী প্রশ্ন তোলেন, “সবাইয়ের হয়ে ক্ষমা চাইছেন কেন? তাহলে কি তিনিই অন্যায় করেছেন?”

শুভেন্দু অধিকারীর বক্তব্য, “আমার কোনও আত্মীয় এই তালিকায় নেই।” পাল্টা পার্থসারথির মন্তব্য, “যিনি সবচেয়ে বেশি চুরি করেছেন, তিনিই এখন বড় বড় কথা বলছেন।”

  • “নেতারা টাকা নিয়েছে”—এই মন্তব্য করে কান ধরে ওঠবোস করলেন তৃণমূল কাউন্সিলর পার্থসারথি মাইতি! শিক্ষক নিয়োগ দুর্নীতিতে দলীয় নেতৃত্বের বিরুদ্ধে সরব হয়ে ভাইরাল ভিডিও।

About The Author