Rajganj: ‘তৃণমূলই ফিরছে’, শেষ লগ্নের প্রচারে ঘুরে আশাবাদি TMC প্রার্থীরা

রাজগঞ্জ: পঞ্চায়েত ভোট প্রচারের শেষ লগ্নে পাড়ার মহিলাদের নিয়ে প্রচার সারলেন তৃণমূলের মহিলা প্রার্থীরা। সোমবার পানিকাউরি অঞ্চলের ১০ নং আসনের পঞ্চায়েত সমিতির প্রার্থী অর্চনা রায় এবং প্রথমবারের জন্য পঞ্চায়েত প্রার্থী সবিতা রায় এলাকার বাড়ি বাড়ি গিয়ে প্রচার সারলেন। উন্নয়নের বার্তা নিয়ে পাড়ার মহিলাদের নিয়ে প্রচার সারলেন দুই নেত্রী। গ্রামবাসীদের পা ছুঁয়েও আশীর্বাদ চাইলেন। আগামী শনিবার রাজ্য জুড়ে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হবে। শেষ লগ্নে সোমবার ডাক্তারপাড়া এলাকায় প্রচার সারল তৃণমূল। প্রার্থীদের মধ্যে সবিতা রায় বলেন, ভালো সাড়া মিলছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নানা সরকারি সুবিধার কথা মানুষকে জানিয়েছেন। এলাকায় উন্নয়ন হয়েছে। ক্ষমতায় বহাল রাখলে আরও উন্নয়ন হবে।

এদিকে, সোমবার রাজগঞ্জের ঐতিহ্যবাহী ভদ্রেশ্বর শিব মন্দির এবং কালিমন্দিরে পুজো দিলেন বিজেপির প্রার্থীরা। মাঝিয়ালি, কুকুরজান ইত্যাদি একাধিক অঞ্চলের পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের বিজেপির প্রার্থীরা মন্দিরে পুজো দেন। পরিচয় পর্ব সেরে জেলা পরিষদের বিজেপি প্রার্থী মন্টু বর্মণ বলেন, তৃণমূল সরকারের দুর্নীতি আর চুরি নিয়ে নতুন কিছু বলার নেই। গ্রামের মানুষ সব জানেন। রাজগঞ্জের সব এলাকায় বিজেপি বিপুল ভোট পাবে। সেই ব্যাপারে আত্মবিশ্বাসী সকলেই। অনুষ্ঠানে ছিলেন বিজেপির রাজগঞ্জ দক্ষিণ মণ্ডলের সভাপতি সুশান্ত রায়।

About The Author