২১ জুলাই শহিদ দিবসের সভা ধর্মতলায় হবে কিনা, তা নিয়ে প্রশ্ন তুলল কলকাতা হাইকোর্ট। ট্রাফিক সমস্যা নিয়ে সরব বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। তৃণমূলকে বিকল্প ভেন্যুর ভাবনায় পরামর্শ ও জনগণের স্বার্থে সময়সীমার নির্দেশ।
কলকাতা: প্রতি বছরের মতো এবারও ২১ জুলাই শহিদ দিবস উপলক্ষে ধর্মতলায় সভার আয়োজন করেছে তৃণমূল কংগ্রেস। কলকাতা পুলিশ ইতিমধ্যেই ট্রাফিক বিজ্ঞপ্তি জারি করেছে। কিন্তু জনদুর্ভোগ নিয়ে উদ্বেগ প্রকাশ করে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়।
বিচারপতি তীর্থঙ্কর ঘোষ ক্ষোভ প্রকাশ করে বলেন, “মানুষ কতদিন সহ্য করবে?”—এমন মন্তব্য করে কলকাতা পুলিশ কমিশনারকে মুচলেকা দেওয়ার নির্দেশ দেন যাতে কোনও যানজট না হয়।
মামলাকারীদের অভিযোগ, পুলিশকে যানজটের আশঙ্কা জানিয়ে চিঠি দেওয়া হলেও, তাতে কোনও উত্তর মেলেনি। এই প্রেক্ষিতে আদালত রাজ্যকে পরামর্শ দেয় ভবিষ্যতে সভার স্থান ব্রিগেড, শহিদ মিনার বা সল্টলেক স্টেডিয়াম-এর মতো বিকল্পে করার কথা ভাবতে।
আদালত এও বলে, সকাল ১১টা পর্যন্ত যেন জনগণের দৈনন্দিন যাতায়াতে কোনও সমস্যা না হয়, তার নিশ্চয়তা দিতে হবে প্রশাসনকে।
বিজেপি নেতা রাহুল সিনহার বক্তব্য, “তৃণমূল ওই জায়গাটাকে পৈতৃক সম্পত্তি ভাবছে। আমাদের সভার ক্ষেত্রে আদালতের অনুমতি লাগে, অথচ তৃণমূল নির্বিঘ্নে সভা করে।” তিনি আদালতের পর্যবেক্ষণকে ‘প্রাসঙ্গিক’ বলে ব্যাখ্যা করেন।