কানপুরে টেস্ট চলাকালীন মার খেল বাংলাদেশী ‘টাইগার’

কানপুরে ভারত-বাংলাদেশ টেস্টের মাঝেই বাংলাদেশী সমর্থক ‘টাইগার রবি’র উপর হামলার অভিযোগ। তাঁকে কয়েক জন দর্শক মেরেছেন বলে অভিযোগ করা হচ্ছে। যদিও পুলিশ সেই অভিযোগ অস্বীকার করে জানাল, শারীরিক অসুস্থতার কারণে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে রবিকে।

বাংলাদেশের খেলা হলেই মাঠে চলে যান ‘টাইগার রবি’। সারা গায়ে বাঘের মতো রং করে বাংলাদেশের পতাকা হাতে প্রায়ই মাঠে যান তিনি। শুক্রবার থেকে শুরু হয়েছে ভারত-বাংলাদেশ টেস্ট। কানপুরের গ্রিন পার্কে চলছে সেই টেস্ট। সেখানে এদিন তাঁর ওপর হামলা হয় বলে দাবি করা হচ্ছে। পিটিআই সূত্রে খবর, ওই বাংলাদেশী সমর্থক জানিয়েছে, পেছন দিক থেকে তাঁর ওপর আক্রমণ হয়েছে। পিঠ এবং তলপেটে লেগেছে। শ্বাস নিতে সমস্যা হচ্ছে।

পুলিশকর্মীরা যদিও রবিকে মারধরের কথা অস্বীকার করেছেন। এক পুলিশকর্মী বলেন, ‘রবিকে সি ব্লকে অসুস্থ অবস্থায় দেখতে পাওয়া যায়। শ্বাস নিতে সমস্যা হচ্ছিল ওঁর। কথা বলতে পারছিলেন না। মনে হয় ওঁর ডিহাইড্রেশন হয়েছে।’

About The Author