কলকাতায় ‘পালানোর আগে’ NJP থেকে উদ্ধার রাজগঞ্জের ৩ নাবালিকা, আটক ১ কিশোর

কলকাতা যাওয়ার পরিকল্পনা ছিল! NJP স্টেশন সংলগ্ন এলাকায় রাজগঞ্জের তিন নাবালিকার সঙ্গে এক কিশোরকে আটক করে রাজগঞ্জ থানায় নিয়ে আসে পুলিশ। ঘটনার নেপথ্যে সঠিক কি কারণ? মুখে কুলুপ এঁটেছেন পরিবারের লোকেরা। পুলিশ বলছে, প্রেমের সম্পর্ক। পড়ুন বিস্তারিত—

শিলিগুড়ি: বাড়ি ছেড়ে এক কিশোরের সঙ্গে ‘পালানোর চেষ্টা’ রাজগঞ্জের তিন নাবালিকার। পরিবারের তরফে অপহরণের অভিযোগ পেয়ে ওই তিন কিশোরীকে NJP স্টেশন থেকে উদ্ধার করল রাজগঞ্জ এবং NJP থানার পুলিশ। ওই কিশোরকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

অভিযোগ, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ রাজগঞ্জ থানার তিনজন নাবালিকা হঠাৎ নিখোঁজ হয়ে যায়। শুরু হয় পরিবার এবং আত্মীয়-স্বজনদের খোঁজাখুঁজি। পরে বুধবার সকালে রাজগঞ্জ থানায় নিখোঁজের অভিযোগ দায়ের করেন অভিভাবকেরা।

এক নাবালিকার মোবাইল নম্বরের সূত্র ধরে রাজগঞ্জ থানার ডিএসপি অনুপম মজুমদারের নেতৃত্বে পুলিশ নিউ জলপাইগুড়ি স্টেশনে অভিযান চালায়। সহযোগিতা করে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। দুপুর সাড়ে বারোটার সময় স্টেশন চত্বরে তিন নাবালিকা ও এক কিশোরকে টোটোতে দেখতে পেয়ে পরিবারের সদস্যদের সহায়তায় পুলিশ তাঁদের আটক করে।

ডিএসপি অনুপম মজুমদার আরও জানান, ধৃত কিশোর কলকাতা যাওয়ার পরিকল্পনায় ছিল এবং তার সঙ্গে এক নাবালিকার সম্পর্ক গড়ে উঠেছিল। সেই সূত্রেই সে তিনজনকে নিয়ে পালাচ্ছিল বলে জানা গেছে। তার বিরুদ্ধে অপহরণের মামলা রুজু হয়েছে এবং বয়স নির্ধারণের জন্য নথিও চাওয়া হয়েছে। এরপর ঠিক হবে তাকে জুভেনাইল কোর্টে পাঠানো হবে কি না। এই ব্যাপারে নাবালিকার পরিবারের লোকেরা মুখে কুলুপ এঁটেছেন।

About The Author