‘নগ্ন ছবি বানিয়ে ছড়িয়েছে’, TMC-র দাদাদের বিরুদ্ধে রাজন্যার বিস্ফোরক অভিযোগ

কসবা আইন কলেজে ঘটে যাওয়া গণধর্ষণের ঘটনায় উত্তাল রাজ্য রাজনীতি। এই ঘটনায় তৃণমূলের নাম জড়িয়ে যাওয়ায় যখন শাসকদল চাপে, তখন দলের অন্দর থেকেই আরও বড়সড় অভিযোগ আনলেন টিএমসিপি নেত্রী রাজন্যা হালদার। তাঁর দাবি, দলেরই কিছু ‘দাদা’ এআই প্রযুক্তির সাহায্যে তাঁর অশালীন ছবি তৈরি করে তা ছড়িয়েছে, এমনকি সেই ছবি রয়েছে কসবা গণধর্ষণ মামলার মূল অভিযুক্ত মনোজিতের মোবাইল ফোনেও।

রাজন্যার অভিযোগ, ২১ জুলাইয়ের সমাবেশে ভাষণ দেওয়ার পর থেকেই দলের একাংশ তাঁকে নিশানা করতে শুরু করে। সোশ্যাল মিডিয়ায় তাঁকে নিয়ে অশ্লীল মন্তব্য করা হয়। তাঁরই ভাষায়—

“যারা বহু বছর ধরে সংগঠনের শীর্ষে রয়েছে, তারা জানত না—এমনটা কি হতে পারে? তাহলে আমি টুকরো টুকরোভাবে যেটা জানছি, তারা কেন জানবে না?” তিনি আরও দাবি করেন—দলের অন্দরে এক ধরনের ‘দাদা সংস্কৃতি’ গড়ে উঠেছে, যেখানে কিছু প্রভাবশালী পুরুষ নেতার জন্য মহিলাদের অসম্মান সহজ ঘটনা হয়ে দাঁড়িয়েছে।

২০২৬ বিধানসভা নির্বাচনের প্রাক্কালে তৃণমূলের ওপর চাপ বাড়াচ্ছে একের পর এক বিতর্ক—আরজিকর-কাণ্ড, কালীগঞ্জ, ও এবার কসবা।

‘Talk to Mayor’ অনুষ্ঠানে এই বিষয়ে প্রশ্ন উঠলেও, মেয়র ফিরহাদ হাকিম তা এড়িয়ে গিয়েছেন।

দলের অবস্থান এখনও অস্পষ্ট, তবে রাজন্যার বক্তব্য রাজ্য রাজনীতিতে নতুন বিতর্কের সূত্রপাত করেছে। তাঁর শেষ মন্তব্য ছিল—

“এই দাদাদের কোনও দল হতে পারে না। কিন্তু তবুও তারা তৃণমূলের নাম ভাঙিয়ে এসব করছে।”

তৃণমূলেরই ‘দাদা’দের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগে তীব্র অস্বস্তিতে শাসক দল।

About The Author