মিস্টার ইন্ডিয়ায় ব্রোঞ্জজয়ী তুহিনকে সংবর্ধনা বিধায়কের

রাজগঞ্জ: মিস্টার ইন্ডিয়া (জুনিয়র) বডিবিল্ডিং প্রতিযোগিতায় ব্রোঞ্জজয়ী সায়ন্তন ওরফে তুহিনকে সংবর্ধনা দিলেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়। শুক্রবার পুষ্পস্তবক দিয়ে ও মিষ্টিমুখ করিয়ে সংবর্ধনা জানান তিনি। এদিন সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তুহিনের প্রশিক্ষক অভিজিৎ বোস।

সায়ন্তনের সাফল্যের খবর প্রকাশ হতেই সম্বর্ধনা পর্ব চলছেই। বেলাকোবাতেও মিস্টার ইন্ডিয়া প্রতিযোগিতায় ব্রোঞ্জ জয়ী তুহিন এবং প্রতিযোগিতায় অংশগ্রহণকারী মৈনাককে নিয়ে বাইক র‍্যালি অনুষ্ঠিত হল। বৃহস্পতিবার তুহিন-মৈনাককে সংবর্ধনা জানায় তাদের প্রশিক্ষক অভিজিৎ বোস। এরপর তাদের সামনে রেখে বাইক র‍্যালি বের করা হয়। সেই শোভাযাত্রা পুরো বেলাকোবা পরিক্রমা করে।

প্রসঙ্গত উল্লেখ্য, মহারাষ্ট্রের পুনেতে আন্তর্জাতিক বডিবিল্ডিং প্রতিযোগিতায় রাজগঞ্জ ব্লক থেকে ২ জন অংশ নিয়েছিল। সেই মঞ্চে জাতীয় স্তরে ব্রোঞ্জ জিতে বুধবার ঘরে ফিরেছে রাজগঞ্জের সায়ন্তন দে। সেই সঙ্গে প্রথমবারের জন্য সেই মঞ্চে অংশ নেয় বেলাকোবার বাসিন্দা মৈনাক সাহা। বৃহস্পতিবার সকালে জিম প্রশিক্ষক অভিজিৎ বোস এবং জিমের বাকি সদস্যদের সকলে মিলে তুহিনের সাফল্য উদযাপন করলেন। সেইসঙ্গে মৈনাক এবং তুহিন দুজনকেই সংবর্ধনাও দেওয়া হয়।

এবারে প্রথমবারের জন্য আন্তর্জাতিক মঞ্চে অংশ নিয়েছিল রাজগঞ্জের উঠতি বডিবিল্ডার তুহিন। ইন্টারন্যাশেনাল ফেডারেশন অফ বডিবিল্ডিং অ্যান্ড ফিটনেস (IFBB) আয়োজিত ২০২২ মিস্টার ইউনিভার্স এবং ম্যান ফিসিক চ্যাম্পিয়নশিপ এবারে অনুষ্ঠিত হল মহারাষ্ট্রের পুনেতে। সেখানেই অংশ নিতে রাজগঞ্জ থেকে পুনে গিয়েছিল তুহিন। ১৫ এপ্রিল থেকে ১৮ এপ্রিল পর্যন্ত চলে এই প্রতিযোগিতা। তুহিন দে, এই প্রতিযোগিতায় জুনিয়র মিস্টার ইউনিভার্স প্রতিযোগী হিসেবে ৬০-৭০ কেজি বিভাগে পারফর্ম করে পঞ্চম স্থান দেখল করে। মিস্টার ইন্ডিয়া জুনিয়র বিভাগে তৃতীয় স্থান দখল করে ব্রোঞ্জ পেয়েছে। আন্তর্জাতিক বডিবিল্ডিং প্রতিযোগিতায় জোড়া সাফল্যের পর তাঁকে নিয়ে সম্বর্ধনায় ভাসাল রাজগঞ্জের জনতা।

About The Author