দীর্ঘ ১৭ বছরের অপেক্ষার অবসান! প্রথম বারের জন্য IPL চ্যাম্পিয়ন কোহলির RCB

১৭ বছরের অপেক্ষার অবসান ঘটল অবশেষে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু জিতে নিল তাদের প্রথম আইপিএল শিরোপা।

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত আইপিএলের ১৮তম আসরের ফাইনালে পাঞ্জাব কিংসকে ৩ রানে হারিয়ে ইতিহাস গড়ল আরসিবি। ম্যাচে প্রথমে ব্যাট করে ৯ উইকেট হারিয়ে বেঙ্গালুরু তোলে ১৯০ রান, যেখানে বিরাট কোহলি করেন ৪৩ রান। জবাবে পাঞ্জাব ২০ ওভারে ১৮৭ রানেই গুটিয়ে যায়।

এই ফাইনালে টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন পাঞ্জাব অধিনায়ক শ্রেয়স আইয়ার। শুরুতে ওপেন করতে নামেন বিরাট কোহলি ও ফিল সল্ট। সল্ট শুরুটা দুর্দান্ত করলেও, ৯ বলে ১৬ রান করে বিদায় নেন। এরপর ময়ঙ্ক আগরওয়ালও বেশিক্ষণ টিকতে পারেননি।

তবে কোহলি ও রজত পাতিদার দলের স্কোর এগিয়ে নিয়ে যান। ১৬ বলে ২৬ রান করে পাতিদার এলবিডব্লিউ হন এবং কোহলি আউট হন ৩৫ বলে ৪৩ রান করে। এরপর দ্রুত একের পর এক উইকেট হারায় আরসিবি। লিভিংস্টোন (১৫ বলে ২৫), জিতেশ শর্মা (১০ বলে ২৪), এবং শেষদিকে দ্রুত তিনটি উইকেট হারিয়ে ৯ উইকেটে থামে বেঙ্গালুরুর ইনিংস।

অর্শদীপ সিং ও কাইল জেমিসন পাঞ্জাবের হয়ে নেন তিনটি করে উইকেট। ১৯১ রানের লক্ষ্য নিয়ে মাঠে নামে পাঞ্জাব কিংস। ওপেন করতে নামেন প্রিয়াংশ আর্য ও প্রভসিমরন সিং। দুইজন শুরুটা ভালো করলেও, পঞ্চম ওভারে হ্যাজেলউডের বলে ফেরেন প্রিয়াংশ (২৪)।

এরপর প্রভসিমরন (২৬), শ্রেয়স আইয়ার (১), ও জশ ইংলিশ দ্রুত ফিরে গেলে চাপে পড়ে পাঞ্জাব। মাঝে কিছুটা লড়াই করেন শশাঙ্ক সিং (৬১), তবে তাতে ম্যাচ জেতা হয়নি। নিয়মিত বিরতিতে উইকেট হারানোয় রানের গতি ধরে রাখা সম্ভব হয়নি পাঞ্জাবের।

শেষদিকে ৩ রানের জন্য হেরে যায় তারা। এই জয়ের মাধ্যমে আইপিএল ট্রফি অবশেষে পৌঁছাল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ঘরে, যা তাদের দীর্ঘ প্রতীক্ষিত প্রথম শিরোপা। বিপরীতে, একবার আরও শিরোপার স্বপ্ন ভেঙে গেল পাঞ্জাব কিংসের।

About The Author