‘দ্য কেরালা স্টোরি’ দেখানো হলে বাংলায় অশান্তি হতে পারে, সেই ‘শঙ্কা’য় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছবিটির ওপর নিষেধাজ্ঞা ঘোষণা করেছিলেন। এরপরই সুপ্রিম কোর্টে দৌড়ান নির্মাতারা। অবশেষে বৃহস্পতিবার সেই নিষেধাজ্ঞা স্থগিত রাখার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট।
ছবিতি মুক্তি পেয়েছিল ৫ মে। ছবির গল্প সমাজে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করতে পারে সেই শঙ্কায় গত ৮ মে রাজ্যে ‘দ্য কেরালা স্টোরি’ ছবিটিকে নিষিদ্ধ ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। তারপর থেকেই বিভিন্ন মহলে রাজ্য সরকারের এই সিদ্ধান্ত নিয়ে তুমুল আলোচনা শুরু হয়। রাজ্যের ঘোষণা না মেনে নিয়ে ছবির নির্মাতারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন। অবশেষে এল সেই রায়। বৃহস্পতিবার পশ্চিমবঙ্গে এই ছবি প্রদর্শনের উপর থেকে নিষেধাজ্ঞায় স্থগিতাদেশ দিয়েছে আদালত। ফলে সিনেমা প্রেমীদের ফের ছবিটি দেখার সুযোগ মিলেছে।