ফেসবুকে আলাপ, সেখান থেকে বাংলাদেশি যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি হয় ভারতীয় তরুণীর। প্রেমের টানে ওই যুবক পাসপোর্ট ভিসা বানিয়ে চলে আসেন এপারে জলপাইগুড়ির রাজগঞ্জে। সেখানে দু’জন বিয়ে করে মাস খানেক ঘর করেন। তারপর ওই যুবক ভারত থেকে দেশে ফিরে যান। তারপর থেকেই যোগাযোগ নেই। এদিকে, প্রেমিক তথা স্বামীকে ফিরে পেতে মরিয়া ওই তরুণী, পাসপোর্ট ভিসা বানিয়ে বাংলাদেশে স্বামীর ঠিকানায় হাজির হন। কিন্তু সেখানেও নেই তার স্বামী। অবশেষে ফুলবাড়ি সীমান্ত দিয়ে চোখের জল নিয়ে ফিরে এলেন ভারতীয় তরুণী।
জানা গেল, বাংলাদেশের পঞ্চগড়ে তেঁতুলিয়ার উপজেলায় শিবচন্ডী এলাকার বাসিন্দা বিটু রায়ের সঙ্গে প্রেমের সম্পর্ক হয় ভারতের তরুণী রিয়া বালার। গত ২১ সেপ্টেম্বর জলপাইগুড়ি জেলায় তার এক আত্মীয়ের বাড়িতে রিয়াকে বিয়ে করেন। বিয়ের পর প্রায় এক মাস ওই এলাকায় বাড়ি ভাড়া নিয়ে থাকেন বিটু। এরপর দেশে ফিরে স্ত্রী রিয়া বালার সাথে যোগাযোগ বন্ধ করে দেন তিনি। গত ২৯ নভেম্বর স্বামীর খোঁজে ভারত থেকে বাংলাদেশে আসেন রিয়া বালা। ঠিকানা অনুযায়ী বিটুর বাড়িতে যান। কিন্তু তার আসার আগেই বাড়ি ছেড়ে পালিয়ে যান বিটু।তিনদিন ধরে স্বামীর কোনো খোঁজ না পেয়ে শুক্রবার তিনি স্থানীয় প্রশাসনের সহযোগিতা চান। পরে তরুণীকে ভারতে পাঠিয়ে দেওয়া হয়।