কলকাতার শ্রীভূমির পর রাজ্যের বিভিন্ন জেলায় দুবাইয়ের বুর্জ খলিফার আদলে পুজো মণ্ডপ তৈরি করাচ্ছেন আয়োজকরা। এবারে জলপাইগুড়ির কালীপুজোতেও দেখা মিলবে বুর্জ খলিফার। এমনটাই দাবি করেছেন ক্লাব কর্তারা। সামাজিক মাধ্যমে পুরো দমে প্রচার শুরু হয়েছে।
জলপাইগুড়িতে এই প্রথমবার, গোমস্তাপাড়া নবারুণ সংঘ ক্লাব ও পাঠাগারের ৫৬ তম বর্ষে শ্যামা পুজোর আয়োজনে বুর্জ খলিফার আদলে পুজো মন্ডপ তৈরি করা হচ্ছে। ক্লাব সম্পাদক রাজেশ মণ্ডল জানান, প্যান্ডেলের প্রস্থ থাকবে ৫০ ফুট এবং প্রশাসনের পরামর্শ মতোই প্যান্ডেলের উচ্চতা রাখবেন তারা। এই প্যান্ডেলের আলোকসজ্জার দায়িত্বে আছেন কলকাতার এক শিল্পী। রাজেশ মণ্ডল জানা, কলকাতার প্যান্ডেলটি বানাতে সময় লেগেছিল ২মাস। সেখানে ১৬ থেকে ১৭ দিনের মধ্যে তারা এই প্যান্ডেলের কাজ সম্পন্ন করবেন। এই পুজোর বাজেট হয়েছে ১০ লক্ষ টাকা। সপ্তাহ বাদেই কালীপুজো। তাই জোর কদমে কাজ চলছে।