‘সত্যজিৎ রায়ের মাটিতে দাঁড়িয়ে এমন পরিস্থিতির মুখোমুখি হতে হবে ভাবিনি। এটা একনায়কতন্ত্র ছাড়া আর কী?’ প্রশ্ন পরিচালকের
কলকাতার এক পাঁচতারা হোটেলে ‘দ্য বেঙ্গল ফাইলস’-এর ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। পরিচালক বিবেক অগ্নিহোত্রীর দাবি, শনিবার সকালে অনুষ্ঠান চলাকালীন হোটেল কর্তৃপক্ষ জানায় ট্রেলার লঞ্চ করা যাবে না, এমনকি মাইকের তার ও বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়া হয়। পুলিশও ঘটনাস্থলে উপস্থিত ছিল, এবং এক পর্যায়ে বিবেকের সঙ্গে বচসায় জড়ায়।
পরিচালক বলেন, “সত্যজিৎ রায়ের মাটিতে দাঁড়িয়ে এমন পরিস্থিতির মুখোমুখি হতে হবে ভাবিনি। এটা একনায়কতন্ত্র ও ফ্যাসিজম ছাড়া আর কী?” অভিযোগ, কলকাতা পুরসভার অনুমতি ছাড়াই অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল, তাই পুলিশ বাধা দেয়। ছবির ঝলক প্রদর্শনের ল্যাপটপটিও বাজেয়াপ্ত করেছে পুলিশ বলে দাবি।