প্রথম দিনেই মুখ থুবড়ে পড়ল ‘বেঙ্গল ফাইলস’? আয় মাত্র … হতাশাজনক!

কলকাতা: বহু বিতর্ক, রাজনৈতিক উত্তাপ, এবং প্রচারের ঝড়—সবকিছুর পর বিবেক অগ্নিহোত্রীর পরিচালিত ‘দ্য বেঙ্গল ফাইলস’ মুক্তি পেলেও প্রথম দিনেই বক্স অফিসে কার্যত মুখ থুবড়ে পড়েছে।

ছবিটি সারা ভারত থেকে আয় করেছে মাত্র ১.৭৫ কোটি টাকা। তুলনায়, একই পরিচালকের ‘দ্য কাশ্মীর ফাইলস’ প্রথম দিনেই আয় করেছিল ৩.৫৫ কোটি টাকা, যা পরে ব্লকবাস্টারে পরিণত হয়েছিল।

ছবিটি বাংলায় মুক্তি নিয়ে নানা জটিলতা তৈরি হয়। অভিনেত্রী ও প্রযোজক পল্লবী যোশী মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনার অনুরোধ করলেও তা বাস্তবায়িত হয়নি। পরিচালক বিবেক অগ্নিহোত্রী এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ ছুঁড়ে বলেন, “ছবিটি দেখলে স্যালুট করবেন।”

তবে বাস্তবতা বলছে অন্য কথা। ছবিটি ট্রিলজির শেষ অধ্যায় হলেও, দর্শকদের আগ্রহে ঘাটতি স্পষ্ট। অনুপম খের, মিঠুন চক্রবর্তী, পল্লবী যোশী, দর্শন কুমারের মতো তারকা উপস্থিত থাকলেও পারফরম্যান্সে হতাশাজনক ফল।

একই দিনে মুক্তি পাওয়া অন্যান্য ছবির তুলনায় ‘দ্য বেঙ্গল ফাইলস’ পিছিয়ে পড়েছে।

  • ‘ফতেহ’ (সোনু সুদ): ২.৪৫ কোটি
  • ‘Badass Ravikumar’ (হিমেশ রেশমিয়া): ২.৭৫ কোটি
  • ‘তনভি দ্য গ্রেট’ (অনুপম খের): ৪০ লক্ষ
  • ‘সুপারবয়েজ অব মালেগাঁও’: ৫০ লক্ষ
  • ‘লভেয়াপা’: ১.১৫ কোটি

এই পরিসংখ্যান বলছে, বড় বাজেটের ছবির প্রতিযোগিতায় ‘দ্য বেঙ্গল ফাইলস’ আপাতত পিছিয়ে। প্রথম দিনের আয় দেখে মনে হচ্ছে, বিতর্ক যতই থাকুক, দর্শক টানতে পারেনি ছবিটি।

About The Author