২০২২-এর টেট পাশ করেও নিয়োগ না হওয়ায় বিধানসভা ঘিরে তুমুল বিক্ষোভ। পুলিশের পায়ে ধরে কান্না, ধস্তাধস্তি, গ্রেফতার— উত্তাল কলকাতা।
কলকাতা: বিধানসভা চত্বর রীতিমতো যুদ্ধক্ষেত্র। ২০২২ সালের প্রাথমিক টেট পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা ফের রাস্তায়। তাঁদের দাবি, স্বচ্ছভাবে পাশ করেও তিন বছর ধরে নিয়োগ হয়নি। কেউ রাস্তায় শুয়ে স্লোগান দিচ্ছেন, কেউ পুলিশের পায়ে ধরে হাউহাউ করে কাঁদছেন। কেউ বলছেন, “আমরা মরে যেতে চাই, সেই ব্যবস্থাই অন্তত করুন।”
এসপ্লানেডে পরিকল্পিতভাবে জড়ো হয়ে বিধানসভার দিকে মিছিল করে এগিয়ে যান আন্দোলনকারীরা। পুলিশ প্রথমে বোঝানোর চেষ্টা করলেও পরিস্থিতি হাতের বাইরে চলে যায়। ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়ের নেতৃত্বে পুলিশ আন্দোলনকারীদের থামাতে গেলে ধস্তাধস্তি শুরু হয়। শেষমেশ টেনে হিঁচড়ে তুলে দেওয়া হয় প্রিজন ভ্যানে। বন্ধ হয়ে যায় যান চলাচল, থমকে যায় শহরের প্রাণকেন্দ্র।
প্রার্থীদের প্রশ্ন— “অযোগ্যদের জন্য সরকারের ভাবনা আছে, আমাদের জন্য নেই?” তাঁরা দাবি করছেন, প্রতি বছর টেট নেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হলেও তা মানা হয়নি। ২০২৩ সালে ফল প্রকাশ হলেও নিয়োগের কোনও অগ্রগতি নেই। প্রশাসনের নীরবতায় ক্ষোভে ফেটে পড়েছেন তাঁরা।